শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৪:৩২ পূর্বাহ্ন
বাংলাদেশ রিপোর্টার্স কাউন্সিল বিআরসি’র আহবায়ক কমিটির পরিচিতি সভা অদ্য ২২ আগস্ট শুক্রবার বিকালে ৩২ পুরানা পল্টনে অনুষ্ঠিত হয়।কাউন্সিলের আহবায়ক টি এইচ এম জাহাঙ্গীর এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো: বিল্লাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধির জন্য ওয়ার্কিং,গঠনতন্র ও ওরগানাইজিং উপকমিটি গঠন করা হয়।বিআরসি’র সাংগঠনিক কার্যক্রম বাংলাদেশের প্রতিটা জেলায় বিস্তৃত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্হিত ছিলেন বিআরসি’র যুগ্ম আহবায়ক মো: রফিক উল্লাহ সিকদার,মো:ওমর ফারুক জালাল,লায়লা ফেরদৌসী সোহেলী,হারুন অল কবির নিক্সন,খন্দকার জিল্লুর রহমান,আব্দুল আউয়াল সিতু,এমপি চৌধুরী,অর্থ সচিব সিদ্দিকুর রহমান,নির্বাহী সদস্য এফ এইচ অপু,মো: আমিরুল ইসলাম,নোমান রহমান,তাইফুর রহমান,জাকির হোসেন,কামরুল ইসলাম,আল ইহসান,সঞ্জয় মোদক,সেলিনা আক্তার ইতি,মো: সাজিদ,মো: সাজেদুল হক ডিউক,মো: এ কে ফজলুল হক সুমন,এস এম ফয়সল আহমদ,মো: সিকান্দর আলী,এস এম শাহ জালাল প্রমুখ।