সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৭ অপরাহ্ন
লাল পতাকা চিহ্নিত জায়গা বিপদ্মনক। লাল পতাকা চিহ্নিত স্থানে পানিতে নামা যাবে না;
জেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, বীচকর্মী এবং লাইফ গার্ড সর্বদা আপনাদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত আছে। তাঁদের নির্দেশনা মেনে চলুন এবং নিরাপদ সমুদ্রসীমার মধ্যে অবস্থান করুন;
লাইফগার্ড সার্ভিস বিদ্যমান রয়েছে এমন স্থান ব্যতীত অন্য কোথাও পানিতে নামবেন না। এই সীমানার বাইরে পানিতে ডুবে গেলে কোনো সহায়তা পাওয়া যায় না;
পানিতে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় এবং সাগরের বিপদ সংকেত সম্পর্কে জেনে নিন। প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকুন;
ভাটার টান চলাকালীন বেপরোয়াভাবে সাগরে নামা থেকে বিরত থাকতে হবে।
সাঁতার জানার দক্ষতা না থাকলে সমুদ্রে নামা পরিহার করতে হবে;
সকল হোটেল, মোটেল, গেস্ট হাউজ এবং রিসোর্টসমূহ আবশ্যিকভাবে পর্যটককে লাইফ জ্যাকেট সরবরাহ ব্যবহার করার সুযোগ প্রদান করবে;
লাইফগার্ড হিসেবে টিউব পরিহার করুন এবং লাইফ জ্যাকেট পরিধান করুন;
আপনার শিশুকে সব সময় তত্ত্বাবধানে রাখুন। শিশুদের কখনো একা ছাড়বেন না। সৈকত এলাকায় অপ্রাপ্তবয়স্ক বাচ্চা কিংবা শিশু নিয়ে আসলে অবশ্যই তার ছবি মোবাইলে রাখুন;
পানির তীব্র স্রোত/ঘূর্ণি স্রোত/উল্টো স্রোত/নিম্নমুখী প্রবাহ বিপদজনক। সমুদ্রতটে বালি সরে গিয়ে ছোট-বড়ো কিছু গর্ত তৈরী হতে পারে, যা বিপজ্জনক;
প্রতিকূল আবহাওয়ায় পানিতে নামা থেকে বিরত থাকুন:
অপ্রশিক্ষিত ব্যক্তি উদ্ধার কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। কারণ এতে উদ্ধারকারীরও জীবন বিপন্ন হবার সম্ভাবনা থাকে।