সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ অপরাহ্ন
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্তর এলাকায় থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। সাব্বির (১৯) ও ২। মোঃ অনন্ত(২৭)।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা আনুমানিক ৭:০০ ঘটিকায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা আসামিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের প্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।
থানা সূত্রে আরও জানা য়ায়, মামলাটি তদন্তকালে মিরপুর থানার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। গত ২১ আগস্ট ২০২৫ রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বির(১৯) কে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে অদ্য ২৭ আগস্ট ২০২৫ মিরপুর ১০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মোঃ অন্তু অনন্ত(২৭) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।