শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

শিরোনাম
গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২ কাকরাইলের পরিস্থিতি নিয়ে আই এস পি আর এর বিবৃতি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১২ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি বিদেশী পিস্তল, ০২টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৪ পাঠক
প্রকাশকাল শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা হতে ০২টি (দুই) বিদেশী পিস্তল, ০২টি (দুই) বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলিসহ ০৬ (ছয়) জন অস্ত্রধারী ব্যক্তিকে গত ২৯ আগষ্ট ২০২৫ইং তারিখ গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ রকিবুল হাসান ফ্রান্স (৩৫) ২। মোঃ রিয়াজুল ইসলাম (৩৫) ৩। মোঃ কামরুজ্জামান ওরফে নাইম (২৭) ৪। মোঃ আলম (৩৩) ৫। মোঃ আল-আমিন (৩০) ও ৬। মোঃ নয়ন (৩২)। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে উদ্ধার করা হয় ২টি বিদেশী পিস্তল. ০২ টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি।

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ২৯/০৮/২০২৫ ইং তারিখ বিকালে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী ব্যক্তিরা অবস্থান করছে। উক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে উল্লেখিত স্থানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার নিউইয়র্ক ম্যাজিক টাওয়ার ভবনের একটি ফ্ল্যাটে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি ১। মোঃ রকিবুল হাসান ফ্রান্স (৩৫) পিতা- মৃত- লোকমান হোসেন থানা- মাধবদী জেলা- নরসিংদী ২। মোঃ রিয়াজুল ইসলাম (৩৫) পিতা- মৃত বাবুল মাতব্বর থানা- মোরেলগঞ্জ জেলা- বাগেরহাট ৩। মোঃ কামরুজ্জামান ওরফে নাইম (২৭) পিতা- জাহাঙ্গীর আলম থানা- খালিশপুর জেলা- খুলনা ৪। মোঃ আলম (৩৩) পিতা- কাশেম আলী থানা-টেকনাফ জেলা- কক্স্রবাজার ৫। মোঃ আল-আমিন (৩০) পিতা- শাহজাহান থানা- খালিশপুর জেলা- খুলনা ৬। মোঃ নয়ন (৩২) পিতা- সৈয়দ আলী থানা- খালিশপুর জেলা- খুলনা’দেরকে আটক করা হয়। অভিযান পরিচালনাকালে আসামীদের বসবাসরত রুমে তল্লাশীকালে ০২টি বিদেশী পিস্তল, ০২ টি বিদেশী রিভলবার এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিরা বসুন্ধরা আবাসিক এলাকা, ৩০০ ফিট এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *