রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম
শরীয়তপুর জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের গয়জদ্দিন আকন কান্দিতে প্রকাশ্য দিবালোকে মধ্যবয়সী নারীকে বেআইনিভাবে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রোহিঙ্গা নারী ও মেয়েদের জন্য জরুরি সুরক্ষার প্রয়োজন ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার গুলিস্তানে চোরাই মোবাইল চক্রের দশ সক্রিয় সদস্য গ্রেফতার: উদ্ধার ১০৩টি ফোন গণঅধিকার পরিষদের নেতাকর্মী কর্তৃক ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলার ভিডিওটি গুজব SAHR প্রতিনিধিদলের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ গণ অধিকার পরিষদের রাশেদ খান নুর এর ওপর হামলাকারীর পরিচয় জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি মাননীয় প্রধান উপদেষ্টার দুই প্রতিনিধি বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন খাদ্য, পানি, বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

ধানমন্ডিতে দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজন গ্রেফতার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১৪ পাঠক
প্রকাশকাল রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি থানা পুলিশ ধানমন্ডি থানাধীন ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেড কোম্পানির অফিসে সংঘটিত দস্যুতার ঘটনায় আলামতসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: মো. ইয়াছিন আরাফাত (২৪), মো. রাজীব হাওলাদার (২৩), এবং মো. রায়হান (২১)।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট ২০২৫ সকাল ১০:৪৫ টার দিকে চারজন দুর্বৃত্ত ব্রিক ওয়াক্স ডেভেলপমেন্ট লিমিটেডের অফিসে প্রবেশ করে। তারা ধারালো চাপাতি ব্যবহার করে অফিসের ম্যানেজারকে জিম্মি করে বেঁধে ফেলে এবং তার কাছ থেকে মানিব্যাগ, মোবাইল ফোন ও একটি বাইসাইকেল ছিনিয়ে নেয়। এরপর তারা অফিসের ম্যানেজারকে সারাদিন চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মারধর করে এবং আরও টাকার জন্য হুমকি-ধমকি দিতে থাকে।

পরের দিন, কোম্পানির চেয়ারম্যান মাসুদকে ঘটনাস্থলে পাঠানো হলে দুর্বৃত্তরা তাকেও চাপাতি দিয়ে আঘাত করে আহত করে। তারা চেয়ারম্যানের কাছে ৫০ লাখ টাকা দাবি করে। চেয়ারম্যান ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দিলে আসামিরা সেই টাকা নিয়ে ভুক্তভোগীদের ছেড়ে দেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

মামলা রুজুর পর, গত ২৯ আগস্ট ধানমন্ডি মডেল থানার একটি চৌকস টিম সিসিটিভি ফুটেজ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জিগাতলা এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মামলার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত বাইসাইকেল, ২৪ হাজার টাকা, চাপাতি বহনে ব্যবহৃত একটি কালো ব্যাগ এবং ঘটনার দিন আসামিদের পরিহিত দুটি শার্ট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *