রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা জনাব নূরজাহান বেগম আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হককে দেখতে যান এবং তাঁর সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। তিনি আজ দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে
অবহিত করেন। উপদেষ্টা এসময় নূরের স্ত্রীকে সান্ত্বনা দেন ও এ বিপদের সময় তাঁর পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
স্বাস্থ্য উপদেষ্টা পরে নূরুল হকের সাথে একইসময় আহত ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসানকে দেখতে তাঁর কেবিনে যান ও তার চিকিৎসার খোঁজ খবর নেন। এসময় নাজমুলের মা, স্ত্রী ও স্বজনদের সাথে স্বাস্থ্য উপদেষ্টা কথা বলেন ও তাদের সান্তনা দেন।