রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর কদমতলী থানা এলাকা হতে ০১ জন মাদক ব্যবসায়ীকে ৬,৩৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে -র্যাব২
১।“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাব২ ব্যাটালিয়ন (র্যাব২) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
২। মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজধানীর কদমতলী থানাধীন মুক্তি সরণী পোল্ডার রোড এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন (৩৬)’কে ৬,৩৪০/- (ছয় হাজার তিনশত চল্লিশ) পিচ ইয়াবা মাদক সহ অদ্য ৩১ আগষ্ট ২০২৫ ইং তারিখ গ্রেপ্তার করেছে র্যাব২
৩। অদ্য ৩১ আগষ্ট ২০২৫ ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ জানতে পারে যে, কক্সবাজার হতে ঢাকাগামী একটি বাসে একজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে ঢাকায় আসছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে রাজধানীর কদমতলী থানাধীন মুক্তি সরণী পোল্ডার রোড এলাকায় র্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, সুর্নিদিষ্ট তথ্যের ভিত্তিতে অদ্য ৩১/০৮/২০২৫ ইং তারিখ উক্ত স্থানে চেকপোস্ট চলাকালে কক্সবাজার টু ঢাকাগামী একটি বাসে তল্লাশী করা হয়। তল্লাশীর এক পর্যায়ে ধৃত আসামি মোঃ দেলোয়ার হোসেন এর ডান হাতে থাকা একটি ব্যাগে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬,৩৪০/- (ছয় হাজার তিনশত চল্লিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার অবৈধ বাজারমূল্য আনুমানিক ১৯,০২,০০০/- (উনিশ লক্ষ দুই হাজার) টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। এছাড়াও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে ২এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।