মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
রাজধানীর আদাবরে দুর্বৃত্তদের হামলায় পুলিশ সদস্য আহতের ঘটনায় বিশেষ অভিযানে পরিচালনা করে ১০২ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের আদাবর থানা পুলিশ।
গত ১ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকায় একটি পুলিশ টহল দল ভিকটিম উদ্ধারে অভিযানে গেলে স্থানীয় কিছু দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্য আল আমিনকে গুরুতর আহত করে এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।
আদাবর থানা সূত্রে জানা যায়, সোমবার (২ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১০২ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ মিজান মাতব্বর (২৮) ২। মোঃ রাব্বি (২১) ৩। মোঃ রবিউল ইসলাম ওরফে রবি মন্ডল (৫০) ৪। জুয়েল সরদার (২৬) ৫। সবুজ মিয়া (২৬) ৬। মোছাঃ রিনা বেগম (৩০) ৭। ফজলু শেখ (৩৮) ৮। নাজমুল হুদা (৪২) ৯। মোঃ মন্তাজ আলী(৫০) ১০। মোঃ রাইমুল (২৭) ১১। আলমগীর শরীফ (৪৩) ১২। মোঃ আরিফ (২৪) ১৩। মোঃ রাজন ব্যাপারী (২৯) ১৪। মোঃ শরিফ(১৮) ১৫। নাদিম আলী (৩০) ১৬। মোঃ বকুল মিয়া (৩০) ১৭। মোঃ আল আমিন (৪২) ১৮। শ্রী ফুলকুরমার রায় (২৫) ১৯। মোঃ নাজমুল হোসেন (২০) ২০। মোঃ মনির হোসেন(২৫) ২১। মোঃ ফারুক (২২) ২২। মোঃ আঃ রহিম(৪২) ২৩। মোঃ আলী হোসেন (৩০) ২৪। মোঃ মুছা শেখ (৪৩) ২৫। মোঃ রবিউল মোল্লা (২৯) ২৬। মোঃ রুবেল আলী শেখ (৩৫) ২৭। শওকত আলী আছির (৩৫) ২৮। মোঃ জুবায়ের হোসেন (২৪) ২৯। রাজীব শেখ (৩২) ৩০। মোঃ রাকিবুল ইসলাম (২২) ৩১। মনিরুল ইসলাম (৩০) ৩২। রাশেদ পারভেজ (২৯) ২২। মোঃ রাকিব হোসেন (২১) ৩৪। সুজন মিয়া (২২) ৩৫। মোঃ সাহেদ আলী (৪৮) ৩৬। হাবিবুর রহমান (৫০) ৩৭। জয় রায় (১৯) ৩৮। রাব্বী হোসাইন (১৯) ৩৯। মোঃ রাহাদ(৩৫) ৪০। মোঃ আলী আকবর (১৯) ৪১। মোঃ রুবেল হাওলাদার(৩২) ৪২। শফিউল্লাহ ইবনে সিরাজ (৩১) ৪৩। মোঃ সেলিম (৩৩) ৪৪। নাছির উদ্দিন সরদার (২৮) ৪৫। মোঃ মাইনুল হোসেন (২৫) ৪৬। মোঃ নিজাম (৩৫) ৪৭। মোঃ মাইন উদ্দিন (৪৭) ৪৮। মোঃ সোলাইমান(৩০) ৪৯। রঞ্জিত রায় (৪৫) ৫০। মোহাম্মাদ রহমান (৩৭) ৫১। আলী আকবর (৪৮) ৫২। মোঃ জিহাদ (১৯) ৫৩। মোঃ আরিফ (৩৩) ৫৪। মোঃ ইয়াছিন আলী (২০) ৫৫। মোঃ রানা আহম্মেদ (২২) ৫৬। মোহাম্মদ আলী (৪৩) ৫৭। মোঃ বাদশা মিয়া (২৫) ৫৮। মোঃ সবুজ (৩৩) ৫৯। রাশেদ আলী (২২) ৬০। মোঃ হামীম ইসলাম (১৯) ৬১। মোঃ নাছির ইসলাম (২৫) ৬২। মোঃ ইসমাইল আকন্দ (২৪) ৬৩। মোঃ শাহ আলম (৪০) ৬৪। মোঃ হুমায়ুন কবির (৩১) ৬৫। মোছাঃ রুবিনা আক্তার (১৯) সহ মোট ১০২ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৫টি লাঠি, ১২টি সামুরাই তলোয়ার, ১১টি রড এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে ১ থেকে ৫ নং আসামিকে নিয়মিত মামলায় এবং বাকি ৯৭ জনকে ডিএমপি অধ্যাদেশের মামলায় গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।