মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

শিরোনাম
নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা ভিপি নুরকে দেখতে ঢামেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নয় নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ

মোঃ সিকান্দার আলী / ১০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

আজ ০২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পরিবেশ সংরক্ষণ আইন অনুসারে সারাদেশে সমন্বিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

টাঙ্গাইল, নাটোর, নারায়ণগঞ্জ ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ০৪টি মোবাইল কোর্ট অভিযানে ০৯টি মামলার মাধ্যমে মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪ হাজার ৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি চকবাজার এলাকায় একটি পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিলগালা করে কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় বিভিন্ন বাজার, সুপারশপ ও দোকান মালিক এবং সাধারণ জনগণকে সচেতন করার লক্ষ্যে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

অপরদিকে, বান্দরবান জেলায় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুযায়ী ০১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০১টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ০২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এসময় কয়েকটি যানবাহনের চালককে সতর্কতামূলক নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া, ঢাকা মহানগরের নিকুঞ্জ এলাকায় যানবাহন কর্তৃক মানমাত্রার অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ০১টি মোবাইল কোর্ট ০৫টি মামলার মাধ্যমে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে এবং সংশ্লিষ্ট চালকদের সতর্ক করা হয়।

পরিবেশ আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর ব্যবস্থা ভবিষ্যতেও গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *