বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

শিরোনাম
চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ নিরাপত্তা ছাড়পত্র বিডা ওএসএস এর মাধ্যমে পুরোপুরি ডিজিটাল হচ্ছে নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ অপরাহ্ন

বিএমইউ ও বুয়েটের যৌথ উদ্যোগে রেডিওলজিতে এআই এর ব্যবহার, গুরুত্ব
ও স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর যৌথ উদ্যোগে রেডিওলজিতে এআই এর ব্যবহার, গুরুত্ব ও স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন বিষয়ক সেমিনার (Seminar on Piloting Locally Developed AI in Radiology: A Collaborative Initiative Between BMU & BUET) অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখে বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অত্র বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগ ও বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। বুয়েটের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের তত্ত্বাবধানে ‘এন আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এনাবেল্ড ওয়েব-অ্যাপ্লিকেশন ফর অ্যাসিসটিভ অনলাইন রিপোর্টিং অফ রেডিওলজিক্যাল ইমেজেস’ শীর্ষক গবেষণা প্রকল্পের ডিসেমিনেশনের অংশ হিসেবে এই সেমিনারের আয়োজন করা হয়। এই প্রকল্পে অর্থায়ন করেছে বিশ্ব ব্যাংক।
প্রধান অতিথির বক্তব্যে বুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান বলেন, উন্নত প্রযুক্তির এই বিশ্বে এআই একটি বিশেষ জায়গা করে নিয়েছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম। তবে এআই থেকে কার্যকর সুফল পেতে স্থান ও পরিবেশ ভিন্ন হওয়ায় বিভিন্ন দেশে স্থানীয়ভাবে এআই এর উন্নয়ন করা আবশ্যক। চিকিৎসা বিজ্ঞানের শুধু রেডিওলজি, অনকোলজি, প্যাথলজিতেই নয়, চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় এআই এর উন্নয়ন ও ব্যবহার অপরিহার্য। বিএমইউ ও বুয়েট যৌথভাবে কাজ করলে দেশে স্বাস্থ্যসেবাখাত আরো একধাপ এগিয়ে যাবে। মেডিক্যাল রেকর্ড কিপিং সহ অনেক কিছুই বাস্তবায়ন সম্ভব।
সভাপতির বক্তব্যে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বিএমইউ ও বুয়েট এক সাথে কাজ করলে বাংলাদেশে স্বাস্থ্যসেবাখাত এক নতুন যুগে প্রবেশ করবে। নতুন নতুন ইনোভেনশন, আবিষ্কার, উদ্ভাবন রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে। স্বাস্থ্যসেবাখাতের গুণগতমান বৃদ্ধিতে বিরাট ভূমিকা রাখবে। রোগীদের দুর্ভোগ লাঘব হবে। ডাক্তার ও ইঞ্জিনিয়ারগণ যৌথভাবে কাজ করলে দেশের স্বাস্থ্যসেবাখাতে নিত্য নতুন উন্নততর চিকিৎসাসেবার দ্বার উন্মোচিত হবে। যার প্রকৃত সুফলভোগী হবেন রোগীরা। তাই ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সমন্বিতভাবে কাজ করা এখন সময়েরই দাবি।
গুরুত্বপূর্ণ এই সেমিনারে বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন বক্তব্য রাখেন।
সেমিনারে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. এম তারিক আরাফাত। রেডিওলজিতে এআই এর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের শিক্ষক অধ্যাপক ডা. তৌফিক হাসান।
গুরুত্বপূর্ণ এই সেমিনারে বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী, ডেন্টাল অনুষদেও ডিন সহযোগী অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্ত প্রমুখসহ বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বুয়েটের সম্মানিত উপ-উপাচার্যগণ, সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে রেডিওলজি ইমেজিংয়ের প্রতিবেদনে এআই এর ব্যবহার, গুরুত্ব, প্রয়োজনীয়তা তুলে ধরে উল্লেখ করা হয়, রেডিওলজি ইমেজিং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা। এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাফি ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গের ছবি সংগ্রহ করে রোগ নির্ণয় এবং চিকিৎসার পরিকল্পনা করা হয়। এই ইমেজগুলো থেকে সঠিক তথ্য বের করে রোগীর স্বাস্থ্যগত অবস্থা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রিপোর্টিং বা প্রতিবেদনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা ও দ্রুততা অপরিহার্য ভূমিকা পালন করে। সম্প্রতি উন্নত বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই রেডিওলজি রিপোর্টিংয়ে বৈপ্লবিক পরিবর্তন আনছে। বিশাল পরিমাণ ইমেজ ডেটা থেকে স্বয়ংক্রিয়ভাবে রোগ নির্ণয়ের উপযোগী তথ্য সংগ্রহ করে, যা রেডিওলজিস্টদের কাজকে সহজ ও দ্রুত করে তোলে। এটি রোগ নির্ণয়কে আরও নির্ভুল, দ্রুত এবং কার্যকর করে তোলে, যা চিকিৎসা ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করেছে। বাংলাদেশের রোগীদের স্বার্থেই এটা চালু হওয়া জরুরি।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *