বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

শিরোনাম
চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে এআই বিশেষ অবদান রাখতে সক্ষম বিভিন্ন অপরাধে জড়িত ৫০ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ নিরাপত্তা ছাড়পত্র বিডা ওএসএস এর মাধ্যমে পুরোপুরি ডিজিটাল হচ্ছে নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার নৌপরিবহন উপদেষ্টার সাথে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে দেশজুড়ে অভিযান, ৪৪৪০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ সমুদ্রে আমাদের সম্পদ এখনো অজানা – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার আদাবরে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম; বিশেষ অভিযানে গ্রেফতার ১০২, দেশীয় অস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অচলাবস্থার শিগগিরই সমাধান হবে প্রায় এক কোটি বিশ লক্ষাধিক টাকা মূল্যের হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

নিরাপত্তা ছাড়পত্র বিডা ওএসএস এর মাধ্যমে পুরোপুরি ডিজিটাল হচ্ছে

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩ পাঠক
প্রকাশকাল বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

বিদেশি বিনিয়োগকারী ও বিদেশি কর্মীদের কর্মানুমতির জন্য নিরাপত্তা ছাড়পত্র (Security Clearance) প্রক্রিয়া বিডা’র ওয়ান স্টপ সার্ভিস (OSS) পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অনলাইনে প্রদান করা হবে। এ সিদ্ধান্ত আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে কার্যকর হবে। বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী এর সভাপতিত্বে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি এর উপস্থিতিতে একটি উচ্চপর্যায়ের আন্তঃসংস্থাগত বৈঠকে আজ সিদ্ধান্তটি গৃহীত হয়। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সংস্থাসমূহ এবং বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।

বৈঠকে গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ:
• বিডা’র OSS পোর্টালের মাধ্যমে নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণ ডিজিটাল করা হবে।

• নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস এর যৌক্তিকীকরণ করা হয়েছে যাতে সেবার প্রক্রিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত সার্কুলারের নির্দেশনার সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। নির্ধারিত সকল আবশ্যিক ডকুমেন্টসসহ আবেদন যথাযথভাবে দাখিল করা হলে এবং নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই সম্পন্ন না করলে, উক্ত আবেদনের বিষয়ে নিরাপত্তা আপত্তি নেই বলে গণ্য করা হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে।

• বিদেশি প্রকর্মী ও বিদেশি বিনিয়গকারিদের ভিসা নবায়ন ও ভিসা ফি প্রদান ডিজিটালাইজ করা হবে যাতে করে সশরীরে আবেদন দাখিলের প্রয়োজন না হয়।
• নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতিমালা শীঘ্রই চালু হবে যাতে করে বিনিয়োগ সেবা ও পরিবীক্ষণ আরও জোরদার হবে।
• ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে প্রদানযোগ্য হবে।
• আন্তঃসংস্থাগত একটি ইন্টারঅপারেবল ডেটাবেস তৈরি হবে, যাতে তথ্য আদান-প্রদান, বিদেশিদের আগমন ও অবস্থান পরিবীক্ষণ এবং আন্তসংস্থা সমন্বয় আরও বেশী কার্যকর হয়।
• নিরাপত্তা ছাড়পত্র সংক্রান্ত এই প্রক্রিয়াসমূহ সকল বিনিয়োগ সংস্থার অধীন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে।
বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল হওয়া একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। সীমিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর করা সম্ভব হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যেমন বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে, তেমনি নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতির সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গেও এখন থেকে বিডা মাসিক সভা করবে—যাতে এই গুরুত্বপূর্ণ সেবায় কোনো অনিশ্চয়তা না থাকে।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি ডিজিটালাইজেশন কার্যক্রমকে এগিয়ে নিতে এবং প্রক্রিয়াসমূহ আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *