শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পূর্বাহ্ন
অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। নুর আলম (২৫) ২। হাসান (২৩) ৩। জুম্মান (২০) ৪। জুম্মান (১৯) ৫। আলী হোসেন (৩৬) ৬। ইব্রাহিম (২২) ৭। মুসা (২৫) ৮। শুভ (২০) ৯। নাহিম (২৩) ১০। জীবন (২২) ১১। আশিক (২৪) ১২। নাঈম (২০) ১৩। রেজওয়ান (২৬) ১৪। ফারাজ হোসেন পাপ্পু (৩৬) ১৫। রাকিব (২৩) ১৬। টুটুল (১৯) ১৭। মাহাবুব (২৮) ১৮। ফয়সাল (৩৫) ১৯। সোহেল (৩০) ২০। হানিফ (৪২) ২১। ইসমাইল (২৩) ২২। রাজা (৩০) ২৩। আরমান (৩০) ২৪। আমিরুল (২৬) ২৫। হীরা (২৬) ২৬। সাঈদ (৩০) ২৭। সাব্বির (৪০) ২৮।কামরান (২৮) ও ২৯। রিপন (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লিখিত আসামিদের মধ্য থেকে সাত জনকে মোবাইল কোর্টের মাধ্যমে দশ দিন করে সাজা প্রদান করা হয়।
অন্যদিকে আদাবর থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ সাইফুল ইসলাম ওরফে সাইদুল (৩৫) ২। মোঃ নিলয় আহমেদ (১৯) ৩। মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) ৪। মোঃ রুবেল (৩০) ৫। মোঃ আলাউদ্দিন (২০)। এ সময় তাদের কাছ থেকে লোহার তৈরি তিনটি ছোরা উদ্ধার করা হয়।
উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।