সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ঢাকার টঙ্গী এলাকা হতে ইতালিতে পাচারকালে টাওয়ালের মধ্যে বিশেষ কায়দায় (Chemical Impregnation) লুকায়িত অবস্থায় ৬.৪৪ কেজি ভয়ংকর মাদক কিটামিন জব্দ এবং চাঁদপুর ও ফরিদপুর হতে ২ জন আসামি গ্রেপ্তার। উচ্চাভিলাষী জলবায়ু পদক্ষেপে বাংলাদেশ-ব্রাজিল ঘনিষ্ঠভাবে কাজ করবে – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাহাজ নির্মাণ আইন যুগোপযোগী করা হবে: শিল্প উপদেষ্টা ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা ও কেবি কনভেনশন হল ভাড়া প্রদানকারী মোঃ বায়েজিদসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৩ নেতাকর্মী গ্রেফতার করেছে ডিবি বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার বিজিবি’র অভিযানে আগস্ট-২০২৫ মাসে ১৭৭ কোটি ২১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান র্টনারস ইন পপুলেশন এন্ড ডেভেলপমেন্ট এর নতুন সভাপতি তিউনিসিয়া ও নতুন নির্বাহী পরিচালক নাইজেরিয়ার ড. জোসেফ

বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ দুই ভারতীয়কে আটক করেছে বিজিবি

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১০ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন

বেনাপোল আইসিপিতে আমদানিকৃত ভারতীয় মরিচ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে বিজিবি।

আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল আইসিপির আমদানি-রপ্তানি গেইটে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভারত থেকে আমদানি করা কাঁচা মরিচ বোঝাই একটি ট্রাক (নম্বর- CG04PU5288) তল্লাশি করে ০১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ দুইজন ভারতীয় নাগরিককে আটক করা হয়।

আটককৃতরা হলেন-গুরজীত সালুজা (৩১), পিতা- জাস পাল সালুজা এবং রাম দাস নাওয়াদি (২৪), পিতা- মালকিয়া নাওয়াদি; উভয়ের ঠিকানা- চন্দ্র শিকড় ওয়ার্ড, সদর, বিতুল, মধ্যপ্রদেশ, ভারত। জব্দকৃত পিস্তল ও গুলির আনুমানিক মূল্য ১,০৩,৭২০/- (এক লক্ষ তিন হাজার সাতশত বিশ) টাকা।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃত ভারতীয় নাগরিকদেরকে জব্দকৃত অস্ত্র-গোলাবারুদসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, সীমান্ত এলাকায় দীর্ঘদিন যাবত অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবি বিশেষ পরিকল্পনার মাধ্যমে গোয়েন্দা কার্যক্রম ও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বেনাপোল সীমান্তে সফল অভিযান চালিয়ে এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। তিনি আরও বলেন, সীমান্তে এ ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *