বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগনের হীনমন্যতার বাইরে আনতে হবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ এর ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ‘স্কিল গ্যাপ’ গোছাতে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (IFT) প্রতিষ্ঠায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ সুদমুক্ত ঋণ আদায়ে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহন করবে: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সহযোগী ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদে জয়জয়কার শিবিরের

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগনের হীনমন্যতার বাইরে আনতে হবে –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ১ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে জনগণের হীনমন্যতার বাইরে আনতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যকে নিরাপদ রাখতে পরিবার, স্কুল, কমিউনিটি সব জায়গায় এ বিষয়ে আলাপ শুরু করা জরুরি।
তিনি আজ রাজধানীর আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরে ‘ Youth Mental Health & Suicide Prevention’ প্রতিরোধ বিষয়ে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

জাতীয় অগ্রাধিকারের স্তরে নিয়ে আসার আহ্বান জানানিয়ে উপদেষ্টা বলেন, আমরা মানসিক স্বাস্থ্যকে যতক্ষণ না সামাজিক ট্যাবুর বাইরে এনে স্বাভাবিক চিকিৎসার অংশ করবো, ততক্ষণ তরুণদের জীবন নিরাপদ হবে না। তিনি বলেন, সাইবার বুলিং, সোশ্যাল হ্যারেজমেন্ট, ফেক নিউজ, যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে সকলকে সচেতন হতে হবে।

এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে নিরাপদ আ্যলায়েন্স ও সমাজকল্যাণ মন্ত্রালয় এবং ইউক্যান । সহযোগিতায় ছিল সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
অনুষ্ঠানের শুরুতে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান স্বাগত বক্তব্য দেন। এরপর নিরাপদ এলায়েন্সের বোর্ড মেম্বার ড. নাজিয়া ওনি মানসিক স্বাস্থ্য জরিপভিত্তিক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে দেখা যায় সমাজের বড় অংশের তরুণ-তরুণী মানসিক চাপে ভুগলেও সামাজিক ভয়, কুসংস্কার এবং কি বলবে মানুষ, ভাবনায় তারা কাউন্সেলিংয়ের সুযোগ নেয় না।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. মোঃ মহিউদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবু ইউছুফ, যুগ্মসচিব নাজমুল হাসান, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, নিরাপদ এলায়েন্সের পরিচালক মাসুদ মোহাম্মদ এবং এনজিওর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। তারা সরকারের মানসিক স্বাস্থ্য নীতিমালা ও আসন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং বলেন নিরাপদ অ্যালায়েন্সের সাথে কোলাবোরেশন করে ৬৪ জেলায় কাউন্সেলিং সেন্টার স্থাপন জরুরি।

বৈঠকে বিভিন্ন বিদেশি দূতাবাসের প্রতিনিধির মধ্যে কসোভোর উপমিশন প্রধান এনিস জেমাইলি, সৌদি আরবের ইয়াসির শেশাহ, মালয়েশিয়ার হাওজান হাসনোল, এবং সুইডেন দূতাবাসের ড. জহিরুল ইসলাম তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক অভিজ্ঞতা তুলে ধরেন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের কবিতা বোস, ইউএন উইমেনের হুমায়রা, ইউএনডিপির ফয়সাল বিন মজিদ, ইউনিসেফের ড. এলিসা ক্যাল্পনা, এমজেএফ এর তানজিন কিবরিয়া লাবণ্য, অ্যাকশনএইডের জোহরা বিনতে জামান বনী, ডব্লিউএইচও-র মানসিক স্বাস্থ্য কর্মকর্তা ড. এহসানুল কবির, সেভ দ্য চিলড্রেনের রুনা খন্দকার, ইউএনওপিএস এর ওবায়দুল হক এবং নিরাপদ আ্যলায়েন্সের ভাইস চেয়ারম্যান ফাতিন সাদাব যুব মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ের উপর আলোচনা করেন।
অনুষ্ঠানে নিরাপদ আ্যলায়েন্স কর্তৃক পরিচালিত মানসিক স্বাস্থ্য জরিপের ফলাফল তুলে ধরা হয়। ৫১১ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে পরিচালিত এই জরিপে দেখা যায় বেশিরভাগ তরুণ মানসিক চাপে ভুগলেও সামাজিক ভয় ও কুসংস্কারের কারণে তারা কাউন্সেলিং গ্রহণ করতে পারেন না। তবে আশার বিষয়, অধিকাংশই জানিয়েছেন সাশ্রয়ী ও গোপনীয় মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া গেলে তারা তা নিতে আগ্রহী। এই ফলাফল প্রমাণ করে যে তরুণদের মানসিক স্বাস্থ্য এখন একটি জাতীয় অগ্রাধিকার দেওয়া জরুরি।

এর আগে, আত্মহত্যা প্রতিরোধ, মানসিক স্বাস্থ্যসেবা ও সাইবার সুরক্ষায় নতুন মাত্রা যোগ করতে নিরাপদ আ্যলায়েন্স চালু করেছে দুটি বিশেষায়িত ইউনিট : “প্রতিরোধ”: সাইবার ইউনিট, যা অনলাইন অপরাধ ও সাইবার হুমকি মোকাবিলা করছে। আন্যটি “সহযাত্রী” কাউন্সেলিং ইউনিট, যেখানে তরুণরা নিরাপদ পরিবেশে মানসিক স্বাস্থ্য সহায়তা পাচ্ছে।

অনুষ্ঠানের শুরুতে নিরাপদ অ্যালায়েন্সের বোর্ড মেম্বার ব্যারিস্টার তাহমিদুর রহমান বলেন,
“আমরা চাই না এই আলোচনা শুধু সীমাবদ্ধ থাকুক। এখনই দরকার কার্যকর পদক্ষেপ। এ পদক্ষেপে সরকার, বেসরকারি খাত ও তরুণদের একসাথে কাজ করতে হবে।

এই গোলটেবিল বৈঠক অংশগ্রহণকারীদের মনে নতুন আশার আলো জাগিয়েছে—যে মানসিক স্বাস্থ্য আর অবহেলিত নয়, বরং জাতীয় উন্নয়নের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *