বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনাম
কক্সবাজারের উখিয়ায় বিজিবির মাদকবিরোধী অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ এর ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ‘স্কিল গ্যাপ’ গোছাতে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (IFT) প্রতিষ্ঠায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ এবং বুয়েটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইউরোপীয় কমিশনের অভিবাসন ও আশ্রয় বিষয়ক পরিচালক মিশেল শটার(Michael Shotter) এর সৌজন্য সাক্ষাৎ সুদমুক্ত ঋণ আদায়ে সরকার কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহন করবে: শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা অনুষ্ঠিত পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের সহযোগী ডাকসু নির্বাচন শীর্ষ তিন পদে জয়জয়কার শিবিরের আংশিক রপ্তানিকারকদের জন্য শীঘ্রই ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা প্রদান

পলিথিন, বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে জরিমানা ও জব্দ

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১৫ পাঠক
প্রকাশকাল বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা লংঘন এবং অন্যান্য পরিবেশগত আইন অমান্য করায় পরিবেশ অধিদপ্তর অদ্য ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর, খুলনা, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড় এবং ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।

অভিযানে রাজবাড়ী, মুন্সীগঞ্জ, পিরোজপুর ও ঢাকা মহানগরের চকবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাত করায় ০৪ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ টি মামলার মাধ্যমে ৪ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২৬ কেজি পলিথিন জব্দ করা হয়। এসময় চকবাজার এলাকার সাধারণ জনগণকে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহারে উদ্বুদ্ধ করা হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়।

একই দিনে যানবাহন কর্তৃক মানমাত্রাতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের শ্যামলী এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫ টি মামলার মাধ্যমে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও পঞ্চগড় জেলায় ০৩ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৭ টি মামলার মাধ্যমে ৩ হাজার তিনশত টাকা জরিমানা আদায় করা হয় এবং ১২ টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এছাড়া কয়েকজন যানবাহন চালককে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

অপরদিকে, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী খুলনা ও পঞ্চগড় জেলায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণ করার দায়ে ০২ টি মোবাইল কোর্ট পরিচালনা করে ০২ টি মামলার মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর দেশের পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের এধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *