শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম
জাতির চেতনা-ইতিহাসকে টিকিয়ে রাখার অন্যতম হাতিয়ার বই -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক হল জন সম্পৃক্ততা ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও গণমাধ্যমে কৃষি মন্ত্রণালয় বিষয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব–উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বাজার ব্যবস্থাপনায় পণ্যের নিরবছিন্ন সরবরাহ গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে —বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে অভিযান: অর্থদণ্ড, হাইড্রলিক হর্ন জব্দ ও সতর্কীকরণ হালাল সার্টিফিকেশন কার্যক্রমে ওআইসি’র সহযোগিতা চাইলেন ধর্ম উপদেষ্টা যশোরে বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার গবাদি প্রাণীতে যত্রতত্র অ্যান্টিবায়োটিকের ব্যবহার ভবিষ্যতে মানব স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা শুক্রবার রাজধানীর বাংলামোটরে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী চারজনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে (ডিবি)

যশোরে বিশেষ অভিযানে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ০৪(চার) সদস্য গ্রেফতার ও ০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ০ পাঠক
প্রকাশকাল শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

গত ০৯/০৭/২০২৫খ্রিঃ তারিখ জেলা গোয়েন্দা শাখা, যশোরের এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান, এএসআই(নিঃ)/রঞ্জন কুমার বসু এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানাধীন পালবাড়ি ভাস্কর্যের মোড় এলাকা হতে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য চিহ্নিত মোটরসাইকেল চোর মোঃ শহিদুল ইসলাম @ শহিদ(৪২) কে গ্রেফতার করা করে। ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক উক্ত আভিযানিক টিম নড়াইল ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের মোট ০৬(ছয়) জন আসামী গ্রেফতার করে এবং ধৃত আসামীদের হেফাজত হতে ০৪ (চার) টি মোটরসাইকেল উদ্ধার করে। এই সংক্রান্তে ডিবি’র এএসআই(নিঃ)/রঞ্জন কুমার বসু বাদী হয়ে এজাহার দায়ের করলে যশোর জেলার কোতয়ালী মডেল থানার মামলার নাম্বার-৩৬, তারিখ-১০/০৭/২০২৫খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩ পিসি রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের গত ১০/০৭/২০২৫খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালতে সোপর্দকৃত আসামীদের মধ্যে হতে ০৪(চার) জন আসামী ফৌঃকাঃবিঃ-১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।

যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার, মহোদয়ের নির্দেশক্রমে উক্ত আসামীদের প্রদত্ত জবানবন্দি পর্যালোচনা, বিশ্বস্ত সোর্স ও আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মামলাটির তদন্তকারী অফিসার এসআই(নিঃ)/মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার-ফোর্স সহ গত ১১/০৯/২০২৫খ্রিঃ তারিখ এবং ১২/০৯/২০২৫খ্রিঃ তারিখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী, মোকসেদপুর ও গোপালগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য ১।মোঃ হাসানুর রহমান(২২), ২। মোঃ মুরসালিম(২১), ৩। মোঃ আজিম শিকদার(২১), ৪। মোঃ তামিম(২৪)’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের স্বীকারোক্তি ও হেফাজত হতে ০২টি Yamaha R15 মোটরসাইকেল, ০৩টি SUZUKI Gixxer মোটরসাইকেল, ০১টি Pulsar মোটরসাইকেল, ০১টি Yamaha FZ V-3 মোটরসাইকেল সহ সর্বমোট-০৭(সাত) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

অত্র মামলায় এ পর্যন্ত ১০(দশ) জন আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার এবং সর্বমোট ১১ (এগারো) টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের ইং- ১২/০৯/২০২৫ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ তামিম খান(২১), পিতা-মোঃ জাকির হোসেন, সৎ পিতা-মুফতি সিহাব উদ্দিন কাশেমী, মাতা-আফছানা বেগম, সাং-শংকরপাশা(কালনাঘাট-চর ভাটপাড়া), থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ।
২। মোঃ মুরসালিন(২১), পিতা-মৃত আলমগীর শেখ, মাতা-রাহেলা বেগম, সাং-চর সোনাকুড়, গোপালগঞ্জ পৌরসভা, ১৩নং ওয়ার্ড, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।
৩। মোঃ আজিম শিকদার(২১), পিতা-এনামুল শিকদার, মাতা-রুমা বেগম, সাং-সোনাকুড়, গোপালগঞ্জ পৌরসভা, ১৪নং ওয়ার্ড, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ।
৪। মোঃ হাসানুর রহমান(২২), পিতা-মোঃ মিজানুর রহমান, মাতা-মোছাঃ সালেহা বেগম, সাং-বাট্রাইধোবা, ইউপি-সাজাইল, ওয়ার্ড নং-০৩, থানা-কাশিয়ানী, জেলা-গোপালগঞ্জ।

উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেলের বিবরণঃ-
১। একটি কালো-নীল রংয়ের ১৫০ সিসি R-15 V4 মোটরসাইকেল, চেসিস নং- ME1R6672CN0037489, ইঞ্জিন নং- BN460408092
২। একটি সাদা-কালো রংয়ের ১৫০ সিসি R-15 V3 মোটরসাইকেল, চেসিস নং- ME1RG6718ND109949, ইঞ্জিন নং- B3584311009105
৩। একটি লাল রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- RMBL-ED13F-110-557, ইঞ্জিন নং- PGA1829216
৪। একটি কলো রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- RMBLNG4BX-103077, ইঞ্জিন নং- BGA1-621702
৫। একটি কলো রংয়ের ১৫০ সিসি SUZUKI GIXXER মোটরসাইকেল, চেসিস নং- MB8N64BBMH9104651, ইঞ্জিন নং- BGA1-471645
৬। একটি নীল রংয়ের ১৫০ সিসি YAMAHA FZ-S VERSION-3.0 মোটরসাইকেল, চেসিস নং- PS2R664200A015865, ইঞ্জিন নং- G3L5E0200645
৭। একটি কলো রংয়ের ১৫০ সিসি PALSUR মোটরসাইকেল, চেসিস নং- MD2A11CY2JCH90276, ইঞ্জিন নং- DHYCJH09998


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *