রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

শিরোনাম
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ” এবং “ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড” এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত ২ অক্টোবর থেকে সচিবালয় সিঙ্গেল-ইউজ প্লাস্টিক মুক্ত করতে চেকিং, সচেতনতা ও মনিটরিং কার্যক্রম চালু হচ্ছে জরুরি যৌথ আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করছে বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রাণী রোগমুক্ত রাখা জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব -ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া বিডা’র ওএসএস প্ল্যাটফর্মে নিবন্ধন অধিদপ্তরের পাঁচটি নতুন সেবা উদ্বোধন যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানিয়ে বিবৃতি সংগীতশিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদের শোক প্রকাশ বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন সচিব -ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়া

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩ পাঠক
প্রকাশকাল রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে “কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)” শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক।

আজ ( ১৪ সেপ্টেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে
ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে
সচিব পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *