বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২১ পূর্বাহ্ন
১৬ সেপ্টেম্বর ২০১৫ অর্গানিক নিউট্রিশন লিমিটেড-এর ব্র্যান্ড কারকুমা আজ ঢাকার সিক্স সিজন হোটেল-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলো, তাদের নতুন পণ্য “কারকুমা ভেজস্প্রেড ” ।
আসল শাকসবজি, ফল , হ্যাজেলনাট ও কোকোয়া বিনস এর সমন্বয়ে তৈরি
কারকুমা ভেজস্প্রেড ।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন অর্গানিক নিউট্রিশন লিমিটেডের দুই পরিচালক ইফতেখার রশিদ ও এনায়েত রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন কোম্পানির কার্যনির্বাহী পরিচালক অরুণ কুমার মন্ডল, চিফ অপারেটিং অফিসার মোঃ মাহবুবুর রহমান, হেড অফ সেলস অ্যান্ড মার্কেটিং রোহান আহমেদ, সেলস ম্যানেজার মোহাম্মদ আসাদুজামান, ব্র্যান্ড ম্যানেজার তন্ময় মিশ্র সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।
কারকুমা ভেজস্প্রেড তৈরি হয়েছে পুষ্টিসমৃদ্ধ পালং-শাক, ব্রকলি , মালবেরি এবং গাজরের মতো সবজি দিয়ে। এতে বাড়তি স্বাদ ও পুষ্টি যোগ হয়েছে হেজেলনাট ও কোকোয়া বিনস বিনাম থেকে। এটি বিশেষ করে সেই সব শিশুদের জন্য তৈরি করা হয়েছে, যারা সবজি খেতে পছন্দ করে না। এটি বাংলাদেশের পুষ্টি চ্যালেঞ্জ মোকাবেলায় একটি সুস্বাদু ও স্বাস্থ্যকর সমাধান।
অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‘স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সেই ধারণা থেকেই আমরা এই পণ্যটি তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো এমন একটি পণ্য দেওয়া, যা একইসাথে মজাদার এবং শিশুদের সঠিক বিকাশে সহায়ক।’ তিনি আরও জানান, ভবিষ্যতে এই পণ্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচোর মতো আন্তর্জাতিক বাজারেও রপ্তানির পরিকল্পনা রয়েছে, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হবে বলে তিনি বিশ্বাস করেন।
এই ভেজস্প্রেড সারাদেশব্যাপি, বিভিন্ন গ্ৰোসারি শপ , সুপার শপ এবং জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে।