মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম
ইন্দো-মালয়েশিয়ান মডেল হজ ব্যবস্থাপনায় নতুনত্ব আনতে পারে – ধর্ম উপদেষ্টা পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন আমাদের করতেই হবে— সুপ্রদীপ চাকমা সেতু বিভাগের সচিব মহোদয়ের জিআইসিসি সম্মেলনে অংশগ্রহন নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা –শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন পেয়েছে সাইত্রিশ প্রতিষ্ঠান বাংলাদেশে ইংরেজি মাধ্যমে শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের আওতায় ৩টি নগর মাতৃসদন ও ৮টি নগর স্বাস্থ্য কেন্দ্রের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন। জাপানে জনশক্তি রপ্তানি নিয়ে নানা সিদ্ধান্ত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি )

বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে — কারা মহাপরিচালক

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৭ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন

বর্তমান বিশ্বে মাদকের ভয়াবহতা প্রকট রূপ ধারণ করেছে। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটেও মাদকের প্রভাব সর্বগ্রাসীরূপ ধারণ করছে এবং তা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। দেশের কারাগারসমূহও এই ক্ষতিকর প্রভাবের বাইরে নয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশ জেল “সেপ্টেম্বর/২০২৫ মাসকে” মাদক বিরোধী কার্যক্রমের মাস হিসেবে চিহ্নিত করে মাদক বিরোধী অভিযান পরিচালনা শুরু করেছে। বাংলাদেশ জেল মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি গ্রহণ করেছে এবং এর অংশ হিসেবে কারা এলাকায় মাদক নির্মূলে স্থানীয় কারা প্রশাসন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় নানাবিধ কার্যক্রম গ্রহণ করছে। উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে আগত দর্শনার্থী ও কারাভ্যন্তরে প্রবেশকালে সকল বন্দি এবং কারা কর্মকর্তা/কর্মচারীদের বিশেষ তল্লাশী এবং কারারক্ষী, বন্দি, আগত দর্শনার্থীদের জন্য মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম।

এছাড়া এ কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সম্প্রতি কারা অধিদপ্তর নিজস্ব ডোপ টেস্টের মাধ্যমে সন্দেহভাজন কারা বন্দি/কর্মচারীদের ডোপ টেস্ট করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে সম্ভাব্য মাদক সেবীদের চিহ্নিত করে তাদের অধিকতর নজরদারী এবং প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা যায়। “রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ” এই মূলমন্ত্রকে সামনে রেখে দেশের কারাগারসমূহে আগত সমাজের বিপদগামী লোকদের নানাবিধ কার্যক্রমের মাধ্যমে সংশোধন করা এবং বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সঠিক প্রশিক্ষণ প্রদান করে দক্ষ মানবসম্পদ হিসেবে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে বাংলাদেশ জেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *