বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০২ অপরাহ্ন
আন্তর্জাতিক বিশ্বতান এর সিলেট জেলার মৌলভি বাজার এর সাধারণ সম্পাদক এডভেকেট সুজয় চৌধুরী ও তাঁর পরিবারকে ফুল ও উত্তোরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন আন্তর্জাতিক বিশ্বতান এর সেন্ট্রাল কমিটি মেম্বাররা।তাঁদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক বিশ্বতান এর প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা,সাধারণ সম্পাদক অপর্ণা রায় চৌধুরী,সাংগঠনিক সম্পাদক নিভূ সেন,অর্থ সম্পাদক পম্পি চৌধুরী,উপস্থাপক ও আবৃত্তি শিল্পী রুনা বড়ুয়া প্রমুখ।
উল্লেখ্য মৌলভীবাজার এর সাধারণ সম্পাদক এডভোকেট,গুণী সুজয় চৌধুরী গানের পাশাপাশি অনেকগুলো ইন্সট্রুমেন্ট সমান দক্ষতায় বাজাতে পারেন।তাঁর সহধর্মিণী যুগ্ম সাধারণ সম্পাদক বর্ণা রায় চৌধুরী ও কলেজের লেকচারার ও গানের শিক্ষক সাথে গুণী সংগীতশিল্পী।
আন্তর্জাতিক বিশ্বতান পরিবার খুবই ধন্য ও কৃতজ্ঞ এমন গুণী শিল্পীদের আন্তর্জাতিক বিশ্বতান এর সিলেট জেলায় পেয়ে।