সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
তিউনিসিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী নাফতি ফোরামের প্রান্তে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন। ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টাকে ফোন করে বাংলাদেশি শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বৈজ্ঞানিকভাবে মাছ চাষ খাদ্য নিরাপত্তায় নতুন সম্ভাবনা সৃষ্টি করছে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা উপকূল শুধু দুর্যোগের ক্ষেত্র নয়, অর্থনীতির বড় চালিকাশক্তি: জাতীয় উপকূল সম্মেলনে —হোসেন জিল্লুর রহমান ভূমি সংক্রান্ত জটিলতার অন্যতম বড় কারণ হলো ভূমি প্রশাসন ও ভূমি রেজিস্ট্রেশনের দ্বৈত নিয়ন্ত্রণ -সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।। থাই রাষ্ট্রদূতের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের সনাক্ত করা হয়েছে: ডিএমপি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস পরীক্ষার ফলাফল প্রকাশিত ৫৬৪৫ জন প্রাথমিকভাবে নির্বাচিত বাংলাদেশে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জাতিসংঘ সংস্থাসমূহের সহযোগিতার আশ্বাস

কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজন গ্রেফতার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩২ পাঠক
প্রকাশকাল সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

রাজধানীর কামরাঙ্গীরচরে অটোরিকশা চালক আকরাম হোসেন হত্যার চাঞ্চল্যকর মামলায় রহস্য উদঘাটনসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কামরাঙ্গীরচর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ জীবন (২১) ও ২। মোঃ আশিক (২২)।

গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

কামরাঙ্গীরচর থানা সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ০৩:০৫ ঘটিকায় কামরাঙ্গীরচরের মুন্সিহাটি মুড়ির ফ্যাক্টরির সামনে ভিকটিম আকরাম হোসেন তার অটোরিকশায় অজ্ঞাতনামা যাত্রীদের নিয়ে পৌঁছান। এ সময় যাত্রীবেশী ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ ১,৫০০ টাকা ছিনিয়ে নেয় এবং অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। ভিকটিম আকরাম বাধা দিলে তারা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়ের ডান পাশে ও পিঠে আঘাত করে। তার চিৎকারে আসামিরা পালিয়ে যায়। আশপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একই দিন সন্ধ্যা ০৬:৩০ ঘটিকায় ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। এ ঘটনায় ভিকটিমের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করলে কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি রুজুর পর কামরাঙ্গীরচর থানা পুলিশ তদন্ত শুরু করে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের চিহ্নিত করে হত্যাকাণ্ডে জড়িতদের অবস্থান সনাক্ত করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও আসামিদের পরিহিত পোশাক উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জীবন ও আশিক এলাহি বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক দোষস্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *