বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থানে শহিদ শিশুদের স্মৃতি নিয়ে লেখা প্রকাশে তথ্য উপদেষ্টার আহ্বান আইন বাস্তবায়ন, করফাঁকি, চোরাচালান রোধে তামাক বিক্রেতার নিবন্ধন জরুরি Inbox ঢাকার দুই স্থানে আওয়ামী লীগের মিছিল, ককটেল ফাটিয়ে আটকদের ছিনিয়ে নেয়ার চেষ্টা জাতিসংঘে বাংলাদেশ ফিলিস্তিনের মুখোমুখি পরিবারে পুরুষের সঙ্গে নারী জেলেদেরও কার্ড থাকতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা এবারের দুর্গাপূজা গতবারের চেয়েও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া ও বায়ুদূষণ বিরোধী অভিযানে জরিমানা, জব্দ ও কার্যক্রম বন্ধ আন্তর্জাতিক বিশ্বতান এর সেন্ট্রাল কমিটি সিলেট জেলার মৌলভীবাজার কমিটির মেম্বারদের বরণ ২৪তম সিজেএফবি পারফরমেন্স অ্যাওয়ার্ড ঘোষণা বাংলাদেশের গ্লোব বায়োটেকের আবিষ্কৃত ‘বঙ্গভ্যাক্স’ পেল মার্কিন পেটেন্ট

ঢাকার দুই স্থানে আওয়ামী লীগের মিছিল, ককটেল ফাটিয়ে আটকদের ছিনিয়ে নেয়ার চেষ্টা

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৬ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ অপরাহ্ন

রাজধানীর শ্যামলীতে ‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছিনিয়ে নেয়ার চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া মতিঝিল এলাকায় বের করা ঝটিকা মিছিল থেকে আরও ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শ্যামলীর শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগাঁওয়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে ৫ জনকে আটক করে। এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল ২৫-৩০টি মোটরসাইকেলে করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে-হিঁচড়ে ছিনিয়েশেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে আমাদের বেশ কয়েকজন পুলিশ সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগের লোকজন মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ৫-৬ জনকে আটক করা হয়। সঙ্গে সঙ্গে ২৫-৩০টি বাইক দিয়ে ব্যাকআপ টিম হিসেবে কিছু লোকজন আসে। সে সময় ওই ব্যাকআপ টিম থেকে একটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়।

এ বিষয়ে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান মানবজমিনকে বলেন, শ্যামলী শিশু মেলার মোড়ে প্রথমে কিছু নেতাকর্মী জড়ো হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৫ জনকে তাৎক্ষণিক আটক করে। পরবর্তীতে মোটরসাইকেলযোগে আরও নেতাকর্মীরা আসে। পরে পুলিশ সদস্যরা গিয়ে তাদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। তিনি বলেন, আটককৃত নেতাকর্মীদের ছিনিয়ে নিতে পারেনি, তবে অনেক চেষ্টা করেছিল। নেয়ার চেষ্টা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *