সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন
সাতক্ষীরার মাদরা সীমান্তের তেতুলতলা নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০,০০০ ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ মাদরা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৮ ও ৯ আরবি’র মধ্যবর্তী তেতুলতলা নামক এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচারের চেষ্টা চলছে। এ সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান নেয়। পরবর্তীতে আনুমানিক সকাল ০৯০০ টার দিকে বিজিবি আভিযানিকদল একজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্তের দিকে গমন করতে দেখে তাকে ধাওয়া করলে সে হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা উক্ত ব্যাগ তল্লাশি করে ১০০ ডলারের ০৩টি বান্ডিলে মোট ৩০,০০০ ইউএস ডলার উদ্ধার করে। উদ্ধারকৃত ডলারের বর্তমান মুদ্রামান ৩৬,৩৭,২০০/- (ছত্রিশ লক্ষ সাইত্রিশ হাজার দুইশত) টাকা।
এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উদ্ধারকৃত ডলার আদালতের আদেশক্রমে সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে।