শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:২২ পূর্বাহ্ন
বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র্যব সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে র্যব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর থানার আলোচিত দারোয়ান কর্তৃক বাসার মালিক সুলতান আহম্মদকে হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ মাইনুল ইসলাম সুমন ফকির (৩১)’কে অদ্য ২৪/০৯/২০২৫ ইং তারিখ গাজীপুর জেলার টঙ্গি পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-০২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম সুলতান আহম্মদ (৬২) অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি। তিনি মোহাম্মদপুর থানাধীন কাদেরাবাদ হাউজিং এলাকায় নিজ বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিল। আসামী মোঃ মাইনুল ইসলাম সুমন ফকির ভিকটিম এর বাসার দারোয়ান হিসেবে কাজ করত। গত ২০/০৯/২৫ ইং তারিখ বিকালে ভিকটিম তার বাসায় একা অবস্থানকালে দারোয়ান মাইনুল ইসলাম সুমন ফকির তার শয়ন কক্ষে প্রবেশ করে ভিকটিমকে পিছন থেকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে এবং ভিকটিমের হাত-পা বেঁধে তার বাসায় থাকা কানাডিয়ান ডলার ১৫০০, অস্ট্রেলিয়ান ডলার ১৭০০, ইন্ডিয়ান রুপি ৭০০০ সহ ১৫ ভরি স্বর্ণালংকার ও ০৬ টি ডায়মন্ড এর আংটি নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের ড্রাইভারসহ স্থানীয় লোকজন ভিকটিম সুলতান আহম্মদকে উদ্ধার করে শমরিতা হাসপাতালে ভর্তি করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রীর ভাই বাদী হয়ে ডিএমপি মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা (মামলা নং-৯২ তারিখ ২২/০৯/২০২৫ ইং ধারা ১৮৬০ সালের পেনাল কোড ৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৮১/৫০৬ দায়ের করেন। উল্লেখিত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যব-২ এর আভিযানিক দল অদ্য ২৪/০৯/২০২৫ ইং তারিখ রাতে আসামিকে গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগ আলী এলাকা হতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।