মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম
সেনাবাহিনী প্রধানের বক্তব্য বিকৃতি ও অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর বিবৃতি রাজধানীর লালবাগ এলাকায় রাস্তা দখল ও মিটফোর্ড হাসপাতালে চুরির ঘটনায় সাত জনের কারাদণ্ড নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আইসেস্কোর মহাপরিচালকের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ আন্তর্জাতিক মানবাধিকার ফেডারেশনের সভাপতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ তোমাদের মত আমারও একটা স্বপ্ন আছে, একদিন এই দেশটি শিশুদের জন্য হবে উপদেষ্টা শারমীন এস মুরশিদ দেশের জন্য উৎসর্গ প্রাণ, বাবার দেখা হলো না সন্তানের মুখ সবার জন্য পরিবেশ বান্ধব, দুর্যোগ-সহনশীল ও বিকেন্দ্রীকৃত আবাসন নিশ্চিত করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদের ৩য় সভা বাজারমুখী গবেষণা — উদ্ভাবনভিত্তিক অর্থনীতির পথে বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ -বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

মোঃ সিকান্দার আলী / ২৮ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন ,বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর যাপিত জীবন মানব জাতির জন্য অনুপম আদর্শ। তিনি ছিলেন দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, কিন্তু অতি সাধারণ ছিল তাঁর জীবন। তরুণ প্রজন্মের কাছে তাঁর এই অনুকরণীয় জীবনদর্শন তুলে ধরতে পদক্ষেপ নিতে হবে।

আজ বুধবার দুপুরে মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি এর উদ্যোগে তিনদিন ব্যাপী সীরাত আয়োজন ২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

তিনি বলেন, নতুন প্রজন্ম বইপত্র পড়ে নবী করিম (সা.) এর জীবনী জানে। আমরা চেষ্টা করেছি এই প্রদর্শনীর মাধ্যমে বইপত্র পড়ে তাদের মনে যে চিত্র তৈরি হয়েছে সেই কল্পনার সাথে যেন তারা নবীজির যাপিত জীবনকে মিলিয়ে নিতে পারে। এই প্রদর্শনী দেখে তাঁরা বুঝতে পারবে কত সাধারণ জীবন থেকে তিনি কি অসাধারণ সন্মানের অধিকারী হয়েছেন।

শেখ বশিরউদ্দীন তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা ও মানবিকতায় সমৃদ্ধ করে গড়ে তোলার সমন্বিত প্রয়াসের প্রসংশা করে বলেন, মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি নবী (সা.) এর জীবনকে তুলে ধরতে যে উদ্যোগ নিয়েছে তা এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ উদ্যোগ অন্যরাও নিতে পারে।তিনি তরুণদের নবীজির জীবনী অধ্যয়ন ও তাঁর শিক্ষাকে জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
উল্লেখ্য , সীরাত আয়োজন উপলক্ষে মসজিদ উত তাকওয়া সোসাইটি মসজিদের চতুর্থ তলায় একটি প্রদর্শনীর আয়োজন করেছে যেখানে সিম্বোলিক ভাবে মহানবী (স.) এর যাপিত জীবনকে তুলে ধরতে মাটির ঘর,তৈজসপত্র, পানি ধরে রাখার মসক,খেঁজুর পাতার ছাওনি, খাট এবং প্রিয় খাবার গুলোকে প্রদর্শন করা হচ্ছে।

মসজিদ উত-তাকওয়া সোসাইটি, ধানমন্ডি আয়োজিত তিন দিন ব্যাপী সীরাত আয়োজনে রয়েছে সীরাত বই প্রদর্শনী,সীরাত আলোচনা, নাশিদ সন্ধ্যা,শিশুতোষ আলোচনা,নারীদের জন্য বিশেষ হালাকা,নবীজির সুবাস,রং তুলিতে নবীজির শহর, ফুড অফ প্রফেট (সা.) বায়োগ্রাফি অফ প্রফেট (সা.) এবং থ্রিডি এনিমেশন শো। ১-৩ অক্টোবর প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। নারীদের জন্য বাদ জোহর থেকে আসর পর্যন্ত প্রবেশ উন্মুক্ত থাকবে।

এসময় মসজিদ উত তাকওয়া সোসাইটির খতিব সাইফুল ইসলাম,ডাঃ এম এ আজিজ
,হাসান সহিদ সিদ্দিকী ,তাজুল ইসলাম ঢালী,
জি এম ফারুক ,রিয়াজ আহমেদ সফিউল্লাহ
,প্রফেসর মোজাম্মেল হক ,মামুন উর রশিদ পারভেজ এবং তাকওয়া মসজিদের অন‍্যান‍্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
পরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন নবীজির জীবনভিত্তিক বইয়ের প্রদর্শনী ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *