বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

শিরোনাম
শেখ হাসিনার রায়কে ঘিরে দেশে কোনো অস্থিরতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব টয়লেট দিবস ২০২৫ সেমস-গ্লোবালের আয়োজনে শেষ হলো তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী – ৩০তম বিল্ড সিরিজ, ২৭তম পাওয়ার সিরিজ ও ৭ম ওয়াটার এক্সপো ২০২৫ ব্র্যান্ড–যোগাযোগের বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ দিক নির্দেশনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের আয়োজন ১৪তম কমিউনিকেশন সামিট অস্ট্রেলিয়াজুড়ে “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগে একত্রিত হলো VAAUS সুরের মেলা”র প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ‍্য আয়োজন অনন্যা সাহিত্য পুরষ্কার পেলেন মহুয়া রউফ নিজস্ব প্রতিবেদক সরকারের এক সিদ্ধান্তে মুহূর্তে বেকার হবে ট্রাভেল এজেন্সির লাখ লাখ দক্ষ কর্মী বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) আইন সংশোধনের প্রস্তাবিত নতুন খসড়া অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন জাঁকজমক ভাবে শেষ হলো ওয়েব ফাউন্ডেশন এর  “উদ্যোক্তা সম্মেলন ও মিলন মেলা মোল্লাকান্দিতে আবারও দুই গ্রুপের সংঘর্ষ একজন গুলিবদ্ধ

সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই , দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ ১৭ জন গ্রেপ্তার

মোঃ সিকান্দার আলী / ২১ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০৪:১৫ অপরাহ্ন

১। ”বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক ও ছিনতাই বিরোধী সেনাবাহিনী ও র‍্যাব-২ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ ১৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন অপারাধে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেনঃ
১। মোঃ মনোয়ার হোসেন (২৪), ২। মোঃ আবিদ হোসেন (৩২), ৩। মোঃ নুর ইসলাম (২০), ৪। মোঃ বন্যা (৩৬), ৫। মোঃ আঃ লতিফ (৫০), ৬। মোঃ আলমগীর (৪০), ৭। মোঃ বুলু (২১), ৮। মোঃ ফিরোজ (২৬), ৯। মোঃ আলামিন (২০), ১০। মোঃ ভুট্টু (৫০), ১১। মোঃ আসলাম (১৬), ১২। মোঃ জাফর (৪০), ১৩। মোঃ তাজউদ্দিন (৪০), ১৪। মোঃ মাসুম (৩৮), ১৫। মোঃ জাবেদ (৪১), ১৬। মোঃ মুরাদ (১৮) এবং ১৭। মোঃ বাবু (৩১)-দেরকে ০৫ অক্টোম্বর ২০২৫ইং তারিখ দিবাগত রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। উক্ত যৌথ অভিযানে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪.৯৬৪ কেজি মাদকদ্রব্য গাঁজা।

৩। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি ছিনতাইকারী চক্র ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরণের সন্ত্রাসী কার্যক্রম জড়িয়ে পরছে। র‌্যাব-২ এর দায়িত্বপূর্ণ এলাকায় ছিনতাই ও অন্যান্য সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে স্থানীয় জনসাধারণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়া হতে তথ্য পায় র‌্যাব। ফলশ্রুতিতে র‌্যাবের টহল ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এবং সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল ০৫/১০/২০২৫ ইং তারিখ দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধারসহ ১৭ জনকে গ্রেপ্তার করে। এ সময় গ্রেপ্তারকৃত আসামীদের কাছ হতে উদ্ধার করা হয় ছিনতাই কাজে ব্যবহৃত ১টি সামুরাই ও ৪.৯৬৪ কেজি মাদকদ্রব্য গাঁজা। গ্রেপ্তারপূর্বক আসামিদের নিকট হতে জানা যায়, তারা দিনের বেলায় আত্মগোপনে থেকে রাতের বেলায় ছিনতাই, মাদক ও অন্যান্য অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং এ সকল মামলায় কারাভোগ করেছে বলে জানা যায়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *