শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন করলেন ——স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩৭ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন

স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেছেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আরবান (শহুরে) এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার দুর্বলতা রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। স্বাস্থ্য সচিব এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একা সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এক্ষেত্রে এনজিওগুলো ভালো ভূমিকা রাখতে পারে, যার প্রমাণ সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় তাদের সহায়তা পাওয়া গেছে। তিনি ব্যক্তিগত সুস্থতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের পক্ষ থেকে ডিআরইউতে একটি পৃথক কমিউনিটি ক্লিনিক টাইপের ক্লিনিক করে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি করারও দাবি জানানো হয়।

সাংবাদিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ। আর বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করবো।

অনুষ্ঠানটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় ও সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এর পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস এর প্রেসিডেন্ট মো রিয়াসাত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আজমল হক হেলাল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, নারী সম্পাদক রোজিনা রোজী, এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *