মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান আজ সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেছেন। লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস-এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, দেশের আরবান (শহুরে) এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার দুর্বলতা রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে। স্বাস্থ্য সচিব এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের এত বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একা সরকারের পক্ষে সব কিছু করা সম্ভব নয়। এক্ষেত্রে এনজিওগুলো ভালো ভূমিকা রাখতে পারে, যার প্রমাণ সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় তাদের সহায়তা পাওয়া গেছে। তিনি ব্যক্তিগত সুস্থতার ওপর গুরুত্বারোপ করে বলেন, নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস ঠিক রাখতে হবে।
অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের পক্ষ থেকে ডিআরইউতে একটি পৃথক কমিউনিটি ক্লিনিক টাইপের ক্লিনিক করে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের স্বাস্থ্যসেবা দেওয়ার সুযোগ তৈরি করারও দাবি জানানো হয়।
সাংবাদিকদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আপনারা নিবন্ধন করলে আমাদের অনুদান দেওয়া সহজ। আর বাকি বিষয়গুলো প্রক্রিয়া অনুযায়ী আসলে আমরা বিবেচনা করবো।
অনুষ্ঠানটি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল-এর সঞ্চালনায় ও সভাপতি আবু সালেহ আকন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও অংশ নেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এর পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা জিজেন্ডস এর প্রেসিডেন্ট মো রিয়াসাত ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সদস্য আজমল হক হেলাল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, নারী সম্পাদক রোজিনা রোজী, এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান।