শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১১ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগের বিভিন্ন টিম রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ০৫ (পাঁচ) নেতাকর্মী গ্রেফতার করেছে।
গত ২৪ ঘণ্টায় রাজধানীর একাধিক স্থানে এসব অভিযান পরিচালিত হয়। ডিবির মতিঝিল, ওয়ারী ও লালবাগ বিভাগের টিমগুলো এসব অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলো-১। ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ গোলাম মোস্তফা (৫৬) ২। মিরপুর থানাধীন ৭নং ওয়ার্ডস্থ এ ব্লক ইউনিট আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম লিটন (৫৫) ৩। ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ মাহাবুল আকন্দ (২০) ৪। নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাব উদ্দীন (৬০) ও ৫। আওয়ামী লীগের সক্রিয় কর্মী মীর হোসেন মিঠু (৪৩) ।

ডিবি সূত্রে জানা যায় সোমবার (১৭ নভেম্বর) ওয়ারী থানাধীন মীর হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ গোলাম মোস্তফাকে গ্রেফতার করে গোয়েন্দা ওয়ারী বিভাগের একটি টিম।

অপরদিকে সোমবার (১৭ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মাহাবুল আকন্দকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম । সেইসাথে ডিবি লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম কর্তৃক মিরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নজরুল ইসলাম লিটনকে গ্রেফতার করে।

এছাড়া সোমবার (১৭ নভেম্বর) বিকাল আনুমানিক ০৩.৫০ ঘটিকায় সিদ্ধেশ্বরী এলাকা থেকে মোঃ শাহাব উদ্দীনকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগ । একই তারিখ রাত আনুমানিক ১১.৪৫ ঘটিকায় গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম কর্তৃক খিলগাঁও এলাকা থেকে মীর হোসেন মিঠুকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীতে নাশকতা, ঝটিকা মিছিল সংগঠন, অবৈধ রাজনৈতিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা অবনতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.