শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এর Authentic English Text সরকারি গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশ করলো জাতীয় রাজস্ব বোর্ড

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২২ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

দেশী ও বিদেশী বিনিয়োগকারীগণ, পেশাদার বিভিন্ন প্রতিষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক গবেষক ও বিশ্লেষকগণ দীর্ঘদিন যাবত মূল্য সংযোজন কর আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং এই আইন তিনটির অধীন প্রনীত বিধিমালাসমূহের Authentic English Text না থাকায় নানবিধ সমস্যার সন্মুখীন হচ্ছিলেন। বিদেশী বিনিয়োগকারীগণ-কে রাজস্ব সংক্রান্ত বাংলাদেশের বিদ্যমান আইনের বিধিবিধান বিচার-বিশ্লেষণ ও তা যথাযথভাবে অনুধাবন করে বাংলাদেশে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বিধায় রাজস্ব সংক্রান্ত সকল আইনের Authentic English Text তাঁদের জন্য অত্যাবশ্যক।

Income Tax Ordinance, 1984 এবং Customs Act, 1969 বাতিল করে ২০২৩ সালে আয়কর আইন, ২০২৩ এবং কাস্টমস আইন, ২০২৩ প্রণয়নের পর থেকেই দেশী-বিদেশী বিনিয়োগকারীগণ রাজস্ব বিষয়ক মৌলিক আইন তিনটির Authentic English Text প্রকাশের জোর দাবী জানিয়ে আসছিলেন। জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর এবং কাস্টমস ক্যাডারের কর্মকর্তাগণ দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে অবশেষে আইন তিনটির ইংরেজী ভার্সন চূড়ান্ত করে তা পৃথক কমিটি দ্বারা কয়েক দফা রিভিউ করে চূড়ান্ত অনুমোদনের পর লেজিসলেটিভ বিভাগের ভেটিং এর জন্য প্রেরণ করা হয়। লেজিসলেটিভ বিভাগ যথেষ্ঠ সময় নিয়ে অত্যন্ত পেশাদারিত্বের সাথে আইন তিনটির ইংরেজী ভার্সনে প্রয়োজনীয় সুপারিশ করে ভেটিং চূড়ান্ত করে প্রকাশের জন্য বিজি প্রেসে প্রেরণ করলে আইন তিনটি বিজি প্রেস হতে গেজেট নোটিফিকেশন আকারে প্রকাশিত হয়েছে।

আয়কর আইন, ২০২৩ এর Authentic English Text বিগত ১৬ অক্টোবর, ২০২৫ তারিখে SRO No-404-Law/2025 এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে “Income Tax Act, 2023” আকারে প্রকাশ করা হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন, ২০১২ এর Authentic English Text বিগত ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে SRO No-440-Law/2025/326-Mushak এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে “Value Added Tax and Supplementary Duty Act, 2012” আকারে প্রকাশ করা হয়েছে।

কাস্টমস আইন, ২০২৩ এর Authentic English Text বিগত ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে SRO No-441-Law/2025 এর মাধ্যমে সরকারি গেজেট নোটিফিকেশনে “Customs Act, 2023” আকারে প্রকাশ করা হয়েছে।

এছাড়া, বিগত ১০ নভেম্বর, ২০২৫ তারিখে SRO নং-৪৩৯-আইন(অনুবাদ)/২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর Authentic English Text সরকারি গেজেট নোটিফিকেশনে “Value Added Tax and Supplementary Duty Rules, 2016” আকারে প্রকাশ করা হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন, ২০১২, কাস্টমস আইন, ২০২৩ এবং আয়কর আইন, ২০২৩ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে দেশী-বিদেশী বিনিয়োগকারীগণ মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন, কাস্টমস আইন এবং আয়কর আইনের বিধি-বিধান যথাযথভাবে জানবেন বিধায় রাজস্ব সংক্রান্ত আইনের প্রতি করদাতাগণের আস্থা বৃদ্ধি পাবে। Authentic English Text সরকারি গেজেটে প্রকাশের ফলে আইনগুলো প্রয়োগের ক্ষেত্রে অস্পষ্টতা ও দ্ব্যর্থবোধকতা দূর হবে এবং দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নতিতে সহায়তা করবে।

আইন তিনটির ইংরেজী ভার্সন প্রণয়নে আয়কর ও কাস্টমস ক্যাডারে কর্মরত মেধাবী কর্মকর্তাগণ, অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ শতভাগ পেশাদারিত্বের সাথে যে কঠোর পরিশ্রম করেছেন তার জন্য জাতীয় রাজস্ব বোর্ড সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপণ করছে। একাজে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের জন্য বিশ্ব ব্যাংকসহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতি জাতীয় রাজস্ব বোর্ড ঋণ স্বীকার করছে।
-জাতীয় রাজস্ব বোর্ড


আপনার মতামত লিখুন :

Comments are closed.