শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন

মোঃ সিকান্দার আলী / ৫০ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গিলবার্ট হোংবোর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর ৩৫৫তম গভর্নিং বডি অধিবেশনে অংশগ্রহণ করে গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা এ সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা বলেন, সংশোধিত শ্রম আইনে ট্রেড ইউনিয়ন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শ্রমিক সংখ্যা ২০ শতাংশ থেকে কমিয়ে ২০ জনে নির্ধারণ করা হয়েছে। তাছাড়া, ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য কমিয়ে আনা, ব্যাক্তিগত তথ্য প্রদানের শর্ত শিথিল করা, কালো তালিকাভুক্তি নিষিদ্ধকরণসহ কিছু বিধান সংশোধিত আইনে যুক্ত করা হয়েছে বলেও তিনি জানান। এক বছরেরও কম সময়ের মধ্যে শ্রমিক, মালিক ও অন্যান্য সরকারি অংশীজনের সাথে প্রয়োজনীয় আলোচনা, পরামর্শ ও সমঝোতা শেষে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরনের মাধ্যমে শ্রম আইন সংশোধন করা হয়েছে বলে তিনি মহাপরিচালককে অবহিত করেন।

আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রটোকল অনুযায়ী আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আইএলও কনভেনশন নং ১৫৫, ১৮৭ ও ১৯০ এ বাংলাদেশের অনুসমর্থন এর দলিল জমা দেন। সংস্থাটির পক্ষ থেকে মহাপরিচালক গিলবার্ট হোংবো এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শ্রম উপদেষ্টা হস্তান্তরের দলিলে স্বাক্ষর করেন।

অনুসমর্থন হস্তান্তরের আনুষ্টানিকতা শেষে মাননীয় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আইএলও মহাপরিচালকের সাথে বৈঠকে আইএলও মহাপরিচালক আশা প্রকাশ করেন যে, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে এবং কর্মক্ষেত্রে যৌন হয়রানি বন্ধে কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ অনুসমর্থনের মধ্য দিয়ে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত হয়েছে। মাননীয় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অধিবেশনে সম্প্রতি সম্পন্ন হওয়া বাংলাদেশ শ্রম আইন সংশোধন এর বিভিন্ন বিষয়ে আইএলও মহাপরিচালককে অবহিত করেন।

আইএলও মহাপরিচালক বর্তমান সরকারের স্বল্প সময়ে শ্রম আইন সংশোধন, তিনটি গুরুত্বপূর্ন কনভেনশন অনুসমর্থনসহ শ্রম খাতে নানা সংস্কার বাস্তবায়ন করায় শ্রম উপদেষ্টাকে অভিনন্দন জানান। বর্তমান সরকারের আমলে সম্পন্ন হওয়া এসব সংস্কারের বিষয়ে আইএলও সদস্যরাষ্ট্র ও ত্রিপক্ষীয় অংশীদারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে মহাপরিচালক জানান।

সন্ধ্যায় গভর্নিং বডিতে যোগদান করা এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর রাষ্ট্রদূত ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। মতবিনিময় সভায় আগত অতিথিদের উদ্দেশ্যে দেওয়া স্বাগত বক্তব্যে তিনি বর্তমান সরকারের সময়ে শ্রমখাতের সংস্কারে নানা অর্জন তুলে ধরেন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ফিলিস্তিনী তরুনদের বেকারত্ব, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ না থাকায় গভীর হতাশা ব্যক্ত করে শ্রম উপদেষ্টা পুনর্বাসন কার্যক্রমে কর্মসংস্থান সৃষ্টির কার্যক্রমকে প্রাধান্য দেয়ার আহবান জানান। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের শ্রমিক ও মালিকদেরকে এখনও চেকপয়েন্ট, বিভিন্ন নিরাপত্তা গেইটে আটক করা ও ইসরাইলী সেটেলারদের আক্রমণের মাধ্যমে কর্মক্ষেত্রে যাতায়াতে বাধা দেওয়ার বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে পুনর্গঠনের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা, শ্রমিক নিরাপত্তা, ব্যবসা অনুকূল পরিবেশ গড়ে তোলাসহ সকল ক্ষেত্রে সহযোগিতার জন্য তহবিল গঠনে এগিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান তিনি। এছাড়াও ইসরাইল কর্তৃক পরিচালিত বর্বর আগ্রাসনে ফিলিস্তিনীদের একটি পুরো প্রজন্ম নির্বিচার হত্যা ও ধ্বংসলীলার শিকার হয়েছে, নিপীড়িত ফিলিস্তিনীদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ সানোয়ার জাহান ভূইয়া এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহানও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.