রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনাম
দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন               -ধর্ম উপদেষ্টা একটি ন্যায়ভিত্তিক, পরিবেশ ও নারীবান্ধব সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। স্টুডিও ধিয়েটার হলে এরশাদ হাসান-এর একক অভিনয়ে নাটক ‘ভাসানে উজান’ এর দ্বিতীয় প্রদর্শনী ভুটানের প্রধানমন্ত্রীর সাথে বাণিজ্য উপদেষ্টার বৈঠক ভুটানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন তিনটি শূন্য-শূন্য কার্বন নির্গমন, শূন্য কর্মসংস্থান এবং শূন্য দারিদ্র্যের উপর জোর দেন —–উপদেষ্টা মাননীয় জনাব আদিলুর রহমান খান মৎস্য চাষে নিরাপদ ফিড ও ওষুধ সরবারহে নজরদারি বাড়ানো হচ্ছে — মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন-২০২৫ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী টোবগে ঢাকা সফরে বাংলাদেশ ও ভুটান দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন মোহাম্মদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার

দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত আলেম-ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন               -ধর্ম উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ২৩ পাঠক
প্রকাশকাল রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন

ঢাকা, শনিবার(२२ নভেম্বর ২০২৫ শনিবার): ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, দ্বীনের ব্যাপারে সিদ্ধান্ত ওলামাদের পক্ষ হতে আসা প্রয়োজন।

আজ শনিবার বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের  শফিউর রহমান অডিটোরিয়ামে আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আমি সবসময় আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকার পক্ষে। আলাদা হয়ে গেলে আমাদের অস্তিত্ব সংকটে পড়বে। এজন্য আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে। একে অন্যকে সম্মান করতে হবে। তিনি আলেমসমাজকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার অনুরোধ জানান। এছাড়া, অনুমাননির্ভর কথা বলা হতে বিরত থাকতেও অনুরোধ করেন তিনি।

মোড়ক উন্মোচিত স্মারকগ্রন্থের বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেন, আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি বাঙালি জাতির ইতিহাসে এক উল্লেখযোগ্য সংযোজন। এ স্মারকগ্রন্থে বিশিষ্ট ওলামায়ে কেরামরা তাদের অভিব্যক্তি প্রকাশের প্রয়াস পেয়েছেন। এ স্মারক প্রকাশনা আগামী প্রজন্মের আলেম-ওলামাদেরকে অনুপ্রেরণা যোগাবে, নতুন আলোর দিশা দেবে।

আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জের মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান বক্তৃতা করেন।

উল্লেখ্য, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. স্মারকগ্রন্থটি সম্পাদনা করেছেন নোয়াখালীর চৌমুহনী সরকারি এসএ কলেজ প্রফেসর (অব.) আহমাদ মিয়া। এটির প্রকাশক আল জামিয়াতুল ইমদাদিয়া প্রকাশনা বিভাগ এবং এর প্রচ্ছদ এঁকেছেন হাশেম আলী।


আপনার মতামত লিখুন :

Comments are closed.