সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্রসহ রবিন (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা একত্রিত হয়ে তাকে আটক করে। এ সময় তার ট্রলার থেকে গুলি, ওয়ান শুটার গান এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আজ মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সেটির কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এক পর্যায়ে একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে স্থানীয়রা আরও ক্ষিপ্ত হয়ে একতাবদ্ধ হন এবং তাদের ধাওয়া করেন।
এ বিষয়ে ভাষারচর গ্রামের দুবাই প্রবাসী মুন্না জানান,’সকাল এগারোটার দিকে সম্ভবত তারা পুলিশের ধাওয়া খেয়ে আমাদের গ্রামের খালে ঢুকে পড়ে। আমি তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে কোপ দিলে আমি পানিতে পড়ে যাই। এলাকার মসজিদের মাইকে ঘোষণা করলে লোকজন এসে তাদের ধাওয়া করে। তখন পাঁচজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। ট্রলার তল্লাশি করে বিভিন্ন অস্ত্র পাওয়া যায়।’
জনতার হাতে আটক হওয়ার পর ট্রলার থেকে ১৬ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং পিস্তল সদৃশ একটি বস্তু জব্দ করা হয়। পরে গ্রামবাসী আটক রবিনকে পুলিশের হাতে তুলে দেন।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জনতার হাতে আটক ওই যুবককে নিয়ে এসেছে। আমরা তদন্ত করে দেখছি সে কোনো ডাকাত দলের সদস্য কি না। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।