সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

শিরোনাম
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বোয়ালমারী উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাই — শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে।

মুন্সীগঞ্জে অস্ত্রসহ যুবকে আটক করে পুলিশের কাছে সোপন করল গ্রামবাসী

মোহাম্মদ তিতুমীর বেপারী (মুন্সিগঞ্জ প্রতিনিধি) / ৫৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্রসহ রবিন (৩০) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বাসিন্দারা।
মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় জনতা একত্রিত হয়ে তাকে আটক করে। এ সময় তার ট্রলার থেকে গুলি, ওয়ান শুটার গান এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

আজ মঙ্গলবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাষারচর গ্রামসংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
আটক রবিন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে।

স্থানীয়রা জানান, মেঘনা নদীতে টহলরত পুলিশের ধাওয়া খেয়ে একটি ইঞ্জিনচালিত ট্রলার দ্রুত ভাষারচর এলাকার নদীপথে ঢুকে পড়ে। ট্রলারটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়রা সেটির কাছে গেলে ট্রলারে থাকা ছয়জনের একটি দল অস্ত্র প্রদর্শন করে ভয় দেখানোর চেষ্টা করে। এক পর্যায়ে একজন যুবক পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। এতে স্থানীয়রা আরও ক্ষিপ্ত হয়ে একতাবদ্ধ হন এবং তাদের ধাওয়া করেন।

এ বিষয়ে ভাষারচর গ্রামের দুবাই প্রবাসী মুন্না জানান,’সকাল এগারোটার দিকে সম্ভবত তারা পুলিশের ধাওয়া খেয়ে আমাদের গ্রামের খালে ঢুকে পড়ে। আমি তাদের জিজ্ঞেস করলে তারা আমাকে কোপ দিলে আমি পানিতে পড়ে যাই। এলাকার মসজিদের মাইকে ঘোষণা করলে লোকজন এসে তাদের ধাওয়া করে। তখন পাঁচজন পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়। ট্রলার তল্লাশি করে বিভিন্ন অস্ত্র পাওয়া যায়।’

জনতার হাতে আটক হওয়ার পর ট্রলার থেকে ১৬ রাউন্ড গুলি, একটি ওয়ান শুটার গান, একটি চাইনিজ কুড়াল এবং পিস্তল সদৃশ একটি বস্তু জব্দ করা হয়। পরে গ্রামবাসী আটক রবিনকে পুলিশের হাতে তুলে দেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে জনতার হাতে আটক ওই যুবককে নিয়ে এসেছে। আমরা তদন্ত করে দেখছি সে কোনো ডাকাত দলের সদস্য কি না। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.