সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক খাদ্যদূষণ নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ, সংকট মোকাবিলায় সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান বায়তুল মুকাররম মসজিদে ইবাদতবান্ধব ধর্মীয় আবহ তৈরি হয়েছে- ধর্ম উপদেষ্টা বোয়ালমারী উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত জুলাই আন্দোলনের শহীদ ১১ স্কাউটের আত্মত্যাগে নতুন বাংলাদেশ নির্মাণের প্রেরণা খুঁজে পাই — শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের জন্য অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ মিশন আদ্দিস আবাবায় ই-পাসপোর্ট সেবা কার্যক্রম এর উদ্বোধনী অনুষ্ঠান প্রসঙ্গে।

মেহেরপুর জেলার গাংনী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ২০ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

মেহেরপুরের গাংনীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদফতর অভিযান পরিচালনা করেছে,
সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানের শুরুতে গাংনী পৌরসভার গাংনী-ধানখোলা সড়কের বাম পাশে অবস্থিত দোয়েল ইটভাটার অবৈধ চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, পরে উপজেলার ভাটপাড়া গ্রামের স্কুলসংলগ্ন রিপন ইটভাটার ক্লিন ওয়াল ভেঙে ধ্বংস করা হয়। অনুমোদন বিহীন ভাবে শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে ইটভাটা স্থাপনের দায়ে ভাটাটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়, অতঃপর মহিষাখোলা গ্রামে টুস্টার ইটভাটায় ক্লিনওয়াল ভেঙে দেওয়া হয়।

পরিবেশ অধিদফতর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকা, কৃষিজমি ও আবাসিক এলাকার নিকটবর্তী স্থানে ইটভাটা স্থাপন, অনুমোদন ছাড়া লিগ্যাসি প্রযুক্তি বা ফিক্সড চিমনি ব্যবহারসহ ইটভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩ ও ২০১৯ সংশোধনী আইনের বিভিন্ন ধারার লঙ্ঘনের কারণে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। 

তিনি বলেন, পরিবেশ ও মানবস্বাস্থ্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে
অভিযানের সময় মেহেরপুর জেলা পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক শেখ কামাল মেহেদী, পরিদর্শক টিপু সুলতান, বাংলাদেশ সেনাবাহিনীর একটি ইউনিট, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.