সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম
আমন সংগ্রহে কোন রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- আলী ইমাম মজুমদার আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য রোমানিয়ার ভিসা আবেদন জমাদানের স্থান সম্প্রসারণ মাছ শুধু বাণিজ্যিক পণ্য নয়- মানুষের খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা খালেদা জিয়ার অবস্থায় আছে: ডা. জাহিদ বাংলাদেশে টাইফয়েড টিকার আওতায় ৯৭ শতাংশ শিশু : রানা ফ্লাওয়ার্স দিল্লি, ঢাকাকে এখনও যে কারণে নেপাল-শ্রীলঙ্কার দৃষ্টান্ত দিচ্ছে সরকার কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করছে – স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করলেন সিইসি বাণিজ্য উপদেষ্টার সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূত এর বৈঠক

আমন সংগ্রহে কোন রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে- আলী ইমাম মজুমদার

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৩৬ পাঠক
প্রকাশকাল সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ অপরাহ্ন

চলমান আমন মৌসুমের ধান চাল সংগ্রহ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে, যা আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।  নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী সকলকেই আমন মৌসুমের ধান চাল সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কোন রকম অনিয়ম বা দুর্নীতি হলে বরদাশত করা হবে না, কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কুমিল্লা সার্কিট হাউস মিলনায়তনে
কুমিল্লা জেলার ২০২৫-২৬ অর্থ বছরের আমন সংগ্রহ ও খাদ্যশস্য মজুদ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে খাদ্য ও ভূমি উপদেষ্টা
আলী ইমাম মজুমদার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত। সুতরাং আমাদের মাঠ প্রশাসনের সাথে যত ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসক তো বটেই, এছাড়া খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু নির্বাচন কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিসাইডিং অফিসার হবে কেউ পোলিং অফিসার হবে। ফলে ডিসেম্বর মাসের মধ্যেই চেষ্টা করতে হবে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী উল্লেখযোগ্য সংগ্রহ  অভিযান সম্পন্ন করতে। এটাকে গুরুত্বের সাথে দেখতে হবে। খাদ্য অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয় এক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা করবে। সংগ্রহের টার্গেট সম্পন্নকারী মিলারদের অতিরিক্ত বরাদ্দ প্রদান করতে হবে ।আমরা যত বেশি সংগ্রহ করতে পারবো তত বেশি বিদেশ থেকে আমদানি নির্ভরতা কমাতে পারবো। আমাদের চেষ্টা থাকবে শুধুমাত্র টার্গেট পূরণ না,সর্বোচ্চ পরিমাণে সংগ্রহ করার।দেশের ইতিহাসে এবছর বোরতে আমরা রেকর্ড পরিমাণ সংগ্রহ করেছি৷সুতরং দেশের জন্য সবাইকে কাজ করতে হবে।
খাদ্য উপদেষ্টা বলেন, কোন কৃষক ধান বিক্রির জন্য নিয়ে আসলে তাকে ফেরত দেওয়া যাবে না। শুধুমাত্র ধানের আদ্রতার বিষয়টি বিবেচনা করতে হবে। কোন গুদামে বস্তাবন্দি পঁচা চাল পাওয়া গেলে এটা বরদাস্ত করা হবে না।

উপদেষ্টা আরও বলেন, কৃষকদের বিষয়টি বিবেচনা করে ধান চালের সংগ্রহ মূল্য বৃদ্ধি করা হয়েছে। এবছর ধান কেনা হবে প্রতি কেজি ৩৪ টাকা করে, সিদ্ধ চাল ৫০ টাকা কেজি এবং আতপ চাল ৪৯ টাকা কেজি। আমরা যখন চলে যাব তখন যেটুকু মজুদ থাকার কথা, যেটুকু মজুদ থাকা উচিত তার চেয়ে ইনশাল্লাহ বেশি রেখে যাবো। বর্তমান সরকার কিন্তু পরবর্তী সরকারের জন্য বিভিন্ন পর্যায়ে কাজগুলিকে কমফোর্টেবল রেখে যাবে। এ ব্যাপারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা কিন্তু খুব দায়িত্বশীলভাবে কাজ করতে চেষ্টা করব।
মতবিনিময় সভায় দেবিদ্বার উপজেলার কোম্পানীগঞ্জ এলএসডির রাস্তার জটিলতা নিয়ে আলোচনা হয়। এবিষয়টি সমাধানের জন‍্য স্থানীয় পর্যায়ে সড়ক বিভাগ এর সাথে আলোচনা করে সমাধানের জন‍্য উপদেষ্টা মহোদয় জেলা প্রশাসককে  নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: আবুল হাছানাত হুমায়ুন কবির বলেন,ইতোমধ্যে  মিলারদের সাথে চুক্তি মোতাবেক চাল সংগ্রহ শুরু হয়েছে। সবকিছুই মনিটরিং করা হচ্ছে। অনিয়ম করে পার পাওয়া যাবে না। সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা মোতাবেক আমন সংগ্রহ অভিযান সফল করার জন্য অনুরোধ করেন।
কুমিল্লা জেলার জেলা প্রশাসক মু: রেজা হাসানের সভাপতিত্বে জেলা খাদ্য নিয়ন্ত্রক,উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,জেলার  সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার সকল উপজেলা খাদ্য নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.