সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
বাংলাদেশে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ লড়ার আর কোনও সুযোগ পাচ্ছে না বলেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে। কিন্তু ভারত এ বিষয়ে এখনও পুরোপুরি হাল ছাড়েনি বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একটি ‘অন্তর্ভুক্তিমূলক’ ও ‘গ্রহণযোগ্য’ নির্বাচন আয়োজনের স্বার্থে প্রতীকী হলেও আওয়ামী লীগকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া উচিত– ভারতের এই মনোভাব অন্তর্বর্তী সরকারের কাছে অতি সম্প্রতিও পরিষ্কার করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গেই এসেছে শ্রীলঙ্কা ও নেপালের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের অবতারণা।
বাংলাদেশের মতোই ওই দুটি দেশে ‘জেন জি’ নেতৃত্বের আন্দোলনে ক্ষমতাসীন সরকারের পতন ঘটেছিল। কয়েক দিন আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকেও এই বিষয়টি তুলে ধরেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। তাছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিভিন্ন পর্যায়ে এই বার্তাটি ঢাকার কাছে তুলে ধরা হচ্ছে।