বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৮ পূর্বাহ্ন
অন্তর্বর্তীকালীন সরকার বিগত এক বছরে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি ও চ্যালেন্জ মোকাবেলা করেও নৌপরিবহন ও শ্রমখাতের উন্নয়নে অভূতপূর্ব অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি আজ বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ বন্দরে অবস্থিত কর্ণফুলী শিপইয়ার্ড পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় নৌপরিবহন উপদেষ্টা উপকূলীয় অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব করতে এবং তাদের স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা নিশ্চিতকরণে একটি ওয়াটার অ্যাম্বুলেন্স এর ব্যবস্হা করেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর ভেঙে পড়া প্রশাসনকে পুনর্গঠন করতে হয়েছে। দীর্ঘদিনের অপশাসনের ফলে পুরো দেশটাই ধ্বংসস্তূপের উপর দাড়িয়ে ছিলো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পোশাক শিল্পে অস্থিরতা, শ্রমিকদের মধ্যে অস্থিরতা ও সামগ্রিক শিল্পায়নের প্রক্রিয়ায় অস্থিরতা দেখা দেয়। তবে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আমরা গত এক বছরে পোশাক শিল্পের সকল অস্থিরতা কাটিয়ে উঠতে পেরেছি।” তিনি বলেন, “এর জন্য আমরা শিল্প মালিক, শ্রমিক, ইউনিয়ন নেতা, সুশীল সমাজ এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগসহ সকলের কাছ থেকে অকুণ্ঠ সহযোগিতা পেয়েছি। এছাড়াও নৌপরিবহন সেক্টরে সুশাসন প্রতিষ্ঠান পাশাপাশি বিভিন্ন সংস্কার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
উপদেষ্টা এ সময়ে কর্ণফুলী শিপইয়ার্ডে নির্মানাধীন বিআইডব্লিউটিসিএ এর চারটি কোস্টাল প্যাসেঞ্জার ভেসেল ও তিনটি প্যাসেঞ্জার ক্রুজ ভেসেল এবং বিআইডব্লিউটিএ এর ড্রেজারসমূহের নির্মাণ কাজ দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত করবার নির্দেশনা দিয়ে বলেন, বিচ্ছিন্ন দ্বীপগুলো যেমন সন্দীপ হাতিয়া মহেশখালীতে যাতায়াতের ক্ষেত্রে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনগণের দুর্ভোগ লাগবে সরকার এ সকল রুটে নৌ যোগাযোগ স্থাপন করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারিভাবে জনগণের চাহিদার কথা চিন্তা করে জনবান্ধব নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
নৌপরিবহন উপদেষ্টা শিপইয়ার্ডগুলোতে নিয়োজিত শ্রমিকদের উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন এবং জাহাজ নির্মাণ শিল্পে শিশুশ্রম বন্ধের নির্দেশনা দেন।
পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি উপস্থিত ছিলেন। এছাড়াও নারায়ণগন্জের জেলাপ্রশাসক, পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।