মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ ছিলো জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ            -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বিজয় দিবসের প্রাক্কালে এনসিটিবি’র মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন একাত্তরের মুক্তিযুদ্ধর সঙ্গে চব্বিশের গণআন্দোলন এর কোনো তুলনা চলে না —–মির্জা আব্বাস ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে। – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল, —–মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে দূষণবিরোধী অভিযান: জরিমানা, অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ কাচা ইট ধ্বংস ও সংযোগ বিচ্ছিন্ন বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

অবশেষে আইস্ক্রিনে মুক্তি পেল রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’

সিনিয়র রিপোর্টার, মোহাম্মদ তারেক / ৩৫ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

পোড়ামন ২’, ‘পরণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন কর নির্মাতা রায়হান রাফী পরিচালিত অরিজিনাল ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। দুই বছর অপেক্ষায় পর অবশেষে সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টা থেকে আইস্ক্রিন প্ল্যাটফর্মে।

রহস্য, থ্রিলার এবং টান টান উত্তেজনায় ভরা গল্পে নির্মিত ‘অমীমাংসিত’ -এর মুক্তি উপলক্ষে সোমবার সন্ধ্যায় চানেল আইয়ের ছাদ-বারান্দায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক রায়হান রফী, আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব, অভিনেতা ইমতিয়াজে বর্ষণ, তানজিকা আমিন প্রমুখ।

পরিচালক রাহয়ান রাফী বলেন, “অমীমাংসিত’ আমার হৃদয়ের খুব কাছের একটি ওয়েব ফিল্ম। আমার পুরো টিম ভীষণ প্যাশন নিয়ে সিনেমাটি বানিয়েছে । এরপর মুক্তির জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে । বারবার নানা কারণে সেন্সরে আমাদের সিনেমাটি আটকে দেয়া হয়েছে। দুইবছর পর অবশেষে মুক্তি পেল ‘অমীমাংসিত’। সবার উদ্দেশ্যে বলতে চাই, এই সিনেমার গল্পটি যেন নির্দিষ্ট কোনো ব্যক্তি বা মামলার সঙ্গে মিলিয়ে না দেখা হয়। কারণ, আমরা একক কোনো ঘটনার ওপর নয়, বরং বাংলাদেশের অসংখ্য ‘অমীমাংসিত’ কেসকে সামনে রেখে আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে নির্মাণ করেছি। এই সিনেমার কারণে যদি একটি ‘অমীমাংসিত’ মামলায় সামান্য অগ্রগতি আসে, যদি একজন দর্শকও প্রতিবাদী হয়ে ওঠেন তাহলে সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

২০২৪ সালের ফেব্রুয়ারিতে মুক্তির কথা ছিল ‘অমীমাংসিত’-এর। কিন্তু মন্ত্রণালয়ের হস্তক্ষেপে আটকে যায়। বিষয়টি উল্লেখ করে পরিচালক বলেন, ‘সিনেমাটি মুক্তির দুই দিন আগে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন আসে। বলা হয় ছবিটি মুক্তি দেয়া যাবে না। আগে সেন্সর বোর্ডের অনুমতি নিতে হবে। ওটিটি কনটেন্ট সেন্সর বোর্ডের অনুমতি নেওয়ার নিয়ম নেই। তারপরও আমরা সেন্সরে জমা দেই।’

‘অমীমাংসিত’ সিনেমাতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, ‘সবার এক প্রশ্ন ছিল অমীমাংসিত কবে আসবে। অবশেষে এসে গেল।’ 

অভিনেত্রী তানজিকা আমিন ‘অমীমাংসিত’ -এর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রায়হান রাফীর সাথে এটা আমার প্রথম কাজ । সে একজন মেধাবী নির্মাতা। এই কাজটি আসার আগে পরিচিত-অপরিচিত সবার একটাই প্রশ্ন ছিল, অমীমাংসিত কবে আসবে? এটা কি রিলিজ হবে না, আলোর মুখ দেখবে না , কতবার যে প্রশ্নগুলোর সম্মুখীন হয়েছি। অবশেষে মুক্তি পেল ‘অমীমাংসিত।

আইস্ক্রিনের প্রজেক্ট ডিরেক্টর রাফায়েল মাহবুব বলেন, “দুই বছর পর ‘অমীমাংসিত’ মুক্তি পেল এ কারণে আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড। আমাদের পাশাপাশি দর্শকরাও চাচ্ছিলেন এটি রিলিজ হোক। দর্শকরা প্রতিনিয়ত আমাদের নক দিত, কবে রিলিজ হবে জানতে চাইতো। আশা করব দর্শকরা এখন এটি উপভোগ করবেন। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের দর্শক আইস্ক্রিন সাবস্ক্রিপশনের মাধ্যমে ওয়েব ফিল্মটি উপভোগ করতে পারছেন।”

এর আগে দীর্ঘদিন ধরে সেন্সর জটিলতায় আটকে ছিল ‘অমীমাংসিত’। শুটিংসহ সব কাজ শেষ হওয়া সত্ত্বেও সেন্সর বোর্ডের আপত্তির কারণে ২০২৪ সালের নির্ধারিত মুক্তি আর হয়নি। জুলাই অভ্যুত্থান পরবর্তীতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড কার্যক্রম শুরু করলে পুনরায় আপিলের মাধ্যমে মুক্তির অনুমতি মেলে। সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডকে ঘিরে তৈরি এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, মনোজ প্রামাণিকসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.