শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না —-স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে নিয়ে আশার কথা শোনালেন ডা. জাহিদ স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন –উপদেষ্টা শারমীন এস মুরশিদ গুম ও হাওর সংক্রান্ত অধ্যাদেশ অনুমোদন, সুইজারল্যান্ডের বার্নে বাংলাদেশের নতুন দূতাবাস দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টে গেলো ভারত-বাংলাদেশ সম্পর্কের দৃশ্যপট্ যুগ্ম সচিবকে নিজের গাড়িতে জিম্মি করে ৬ লাখ টাকা দাবি চালকের মামলা না থাকলেও ‘আওয়ামী সন্ত্রাসীদের’ গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘন্টায় ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় ২৪ ঘন্টায় ৩৯২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো AJHRAF International Excellence Award-2025 প্রদান অনুষ্ঠান

সিনিয়র রিপোর্টার, মোহাম্মদ তারেক / ৫৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

এশিয়ান জার্নালিস্টস এন্ড হিউম্যান রাইটস এক্টিভিটস ফোরাম (AJHRAF) বাংলাদেশ চ্যাপ্টার এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, AJHRAF International Excellence Award-2025 প্রদান, বর্ণিল স্যুভেনির এর মোড়ক উম্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার, বিকাল ৫ টায় Pan Pacific Sonargoan Hotel (Padma Hall), ঢাকায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এশিয়ান জার্নালিস্টস এন্ড হিউম্যান রাইটস এক্টিভিটস ফোরাম (AJHRAF) বাংলাদেশ চ্যাপ্টার এর সভাপতি এম.এম. ইকবাল (আলমগীর) এর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সৈয়দ দিদার বখত, সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী, প্রধান অতিথি ছিলেন বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বিশেষ অতিথি ছিলেন এ এফ এম সোলায়মান চৌধুরী, সাবেক জনপ্রাশাসন সচিব, আলহাজ নুরুদ্দীন আহমেদ, পরিচালক, এনটিভি, তাসিক আহমেদ, উপদেষ্টা, অনুষ্ঠান ও সম্প্রচার, এটিএন বাংলা এবং প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক লায়ন মিঠু ধর চৌধুরী। উদ্বোধক তার বক্তব্যে বলেন মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরব, আত্মমর্যাদা ও স্বাধীন সত্তার প্রতীক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগে অর্জিত এই বিজয় ন্যায়, মানবতা ও মানবাধিকারের চিরন্তন বার্তা বহন করে। সত্য, মানবিকতা ও ন্যায়বিচারের পক্ষে সাহসী সাংবাদিকতা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ফোরাম ( আজরাফ ) এর উদ্যোগ প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই আয়োজন মুক্তিযুদ্ধের চেতনা আর বিকশিত করবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা যোগাবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমি জেনে অত্যান্ত আনন্দিত যে, মহান বিজয় দিবস উপলক্ষ্যে এশিয়ান জার্নালিস্টস অ্যান্ড হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ফোরাম (AJHRAF) এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও স্মরণিকার মোড়ক উন্মোচনের আয়োজন করেছে। ১৬ ডিসেম্বর বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধা জানাই সকল শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ বুদ্ধিজীবী এবং সেইসব নির্ভীক মানুষদের, যাদের ত্যাগে আমরা আজ স্বাধীনতার আলো উপভোগ করছি।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী (মরণোত্তর) কে সম্মাননা প্রদান করা হয় এছাড়াও বাংলাদেশে বিদ্যুৎ খাতে অবদানের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রেজাউল করিম, বাংলাদেশের মৎস্য খাতে অবদানের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আব্দুর রউফ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ও মানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হিসাবে অসাধারণ অবদানের জন্য লে: জেনারেল (অব:) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, বীর বিক্রম, এসবিপি, ওএসপি, বিএসপি, এনডিসি ও পিএসসি, সংঙ্গীতে অবদানের জন্য ফেরদৌস আরা, সাহিত্যে অবদানের জন্য মাসুদ আহমেদ,

সাবেক সিনিয়র সচিব, গণপ্রাজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ব্যাংকিং খাতে অবদানের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, সাংবাদিকতায় অবদানের জন্য আলহাজ নুরুদ্দীন আহমেদ, পরিচালক এনটিভি, মিডিয়া ব্যক্তিত্ব তাসনোভা মাহবুব সালাম, ব্যবস্থাপনা পরিচালক, একুশে টেলিভিশন, সাহিত্য ও সংস্কৃতিতে অবদানের জন্য নাজমুন নেসা পিয়ারী, সাংবাদিকতায় অবদানের জন্য জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, সংগীতে অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদ, সাংবাদিকতায় অবদানের জন্য ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের সাবেক প্রধান রোকেয়া হায়দার, শিক্ষা ও সমাজ সেবায় অবদানের জন্য প্রফেসর ড. হামিদা খানম, অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়, বৈদেশিক রেমিট্যান্সে অবদানের জন্য সুইজারল্যান্ডে বাংলাদেশী সফল ব্যবসায়ী আনিস খান, সমাজ সেবায় অবদানের জন্য সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ, ইঞ্জিনিয়ার ইনায়েতুর রহমান, সুতা শিল্পে অবদানের জন্য ইফতেখার হোসেন, হংকং, চীন এবং বাংলাদেশে সমাজসেবা এবং মানবধিকার রক্ষায় অবদানের জন্য রোটারিয়ান ড. ফখরুল ইসলাম বাবু, সংগীতে অবদানের জন্য আলম আরা মিনু, রপ্তানিমুখী বাণিজ্যিক কৃষির সম্প্রসারণে অবদানের জন্য, মোহাম্মদ আরিফুর রহমান, বৈদেশিক রেমিট্যান্সে অবদানের জন্য যুক্তরাজ্যে বাংলাদেশি সফল ব্যবসায়ী সামছুল ইসলাম সেলিম, অস্ট্রিয়াতে সাংবাদিকতায় অবদানের জন্য মাহবুবুর রহমান, বাংলাদেশে ব্যবসা বানিজ্যে অবদানের জন্য এফবিসিসিআই এর সাবেক পরিচালক মেহেদী আলী, সংঙ্গীতে অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদ, মানবধিকার অ্যাডভোকেসি এবং সামাজিক ন্যায়বিচারের প্রচারে অবদানের জন্য হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এডভোকেট মোঃ সাঈদুল হক সাঈদ, বৈদেশিক রেমিট্যান্সে অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশী সফল ব্যবসায়ী মিজানুর রহমান, জার্মানিতে সাংবাদিকায় অবদানের হাবিবুর রহমান হেলাল, যুক্তরাজ্যে সাংবাদিকতায় অবদানের জন্য আব্দুল কাদির চৌধুরী (মুরাদ), সাংবাদিকায় অবদানের জন্য মাইনুল হোসেন সোহেল, সাধারণ সম্পাদক ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বৈদেশিক রেমিট্যান্সে অবদানের জন্য রিয়াজ সাঈদ (ইতালি), মানবধিকার কর্মকান্ডে সক্রিয়তার জন্য হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের নির্বাহী প্রধান নূরুল আমিন, সমাজসেবা এবং বৈদেশিক রেমিট্যান্সে অবদানের জন্য হুমায়ুন কবির পাটোয়ারী (কানাডা), ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য আ ন ম তরিকুল ইসলাম, রন্ধন শিল্পে অবদানের জন্য লায়ন রোমানা আফরোজা রিমঝিম এবং স্বাস্থ্য সেবায় অবদানের জন্য ড: এম. ইয়াছিন আলী।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
ছবি: মোস্তাফিজুর রহমান মিন্টু


আপনার মতামত লিখুন :

Comments are closed.