শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম
শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা ফরিদা আখতার এর শোক শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের ভোট ও গণভোটে ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে দেশজুড়ে জনসচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করবে সরকার। -তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। শরিফ ওসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের জাতির উদ্দেশে মাননীয় প্রধান উপদেষ্টার ভাষণ জনগণ যখন নির্বাচনমুখী হবে, তখন কোনো শক্তিই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না —-স্বরাষ্ট্র উপদেষ্টা বেগম খালেদা জিয়াকে নিয়ে আশার কথা শোনালেন ডা. জাহিদ স্বাভাবিক পরিস্থিতি বজায় রেখেই জননিরাপত্তা নিশ্চিত করতে হবে: ডিএমপি কমিশনার জয়িতা ফাউন্ডেশন ভবনে জয়িতা বিজয় মেলা ২০২৫ এর উদ্বোধন –উপদেষ্টা শারমীন এস মুরশিদ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এর শোক

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ৩৮ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

ছাত্র-জনতার আন্দোলনে সামনের সারিতে থাকা যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

আজ এক শোক বার্তায় তিনি বলেন, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন হাদি(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শরিফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তিনি আরও বলেন, কিছু মানুষের মৃত্যু হয় না, কারণ তাদের আদর্শ,ত্যাগ, বিপ্লবী স্বপ্নগুলো ছড়িয়ে পরে প্রজন্ম থেকে প্রজন্মের হৃদয়ে।

শারমীন এস মুরশিদ বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির লড়াকু যোদ্ধা। তিনি ছিলেন লাখো মানুষের মনে জন্ম নেওয়া এক অনন্ত সাহসের মহাকাব্য, ত্যাগের সর্বোচ্চ অনুপ্রেরণা। তিনি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর। সমসাময়িক রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা অনেকের কাছেই অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলো। তাঁর অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী ,পরিবার-পরিজন, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে ১২ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে দুপুরে গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারকেয়ার হাসপাতালের আইসিউতে নেওয়া হয়। পরবর্তীতে ১৫ ডিসেম্বর তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়েছিল।

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.