শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম
খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা রক্তচোষা গ্রুপের মূলহোতা মোঃ জনি ওরফে রক্তচোষা জনি (৩২) কে দেশীয় অস্ত্র সামুরাইসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

পলিথিন, শব্দদূষণ, কালো ধোঁয়া ও অবৈধ কারখানার বিরুদ্ধে সারাদেশে অভিযান: কারাদণ্ড, জরিমানা আদায় ও জব্দ।

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১৯৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে আজ পরিবেশ অধিদপ্তর কর্তৃক নারায়ণগঞ্জ, বান্দরবান, যশোর, সুনামগঞ্জ, ঢাকা মহানগরের মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের বিরুদ্ধে ৫টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ৬টি মামলার মাধ্যমে মোট ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায়, ১ জন পলিথিন ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান এবং ১,৪৫২ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকান ও সাধারণ জনগণকে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।

শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে মানিকগঞ্জ, মেহেরপুর ও নওগাঁ জেলায় ৩টি মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ১৩টি মামলার মাধ্যমে ১৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ১৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। এ সময় একাধিক যানবাহনের চালককে সতর্ক করা হয়।

যানবাহনের কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে ঢাকা মহানগরের রমনা এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ৭টি মামলার মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

অপরদিকে, অবৈধ সীসা/ব্যাটারি কারখানার বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় ১টি মোবাইল কোর্ট অভিযানে ২টি মামলার মাধ্যমে ৭০ হাজার টাকা জরিমানা আদায় এবং ২টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরিবেশ অধিদপ্তর কর্তৃক দূষণবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *