শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে প্রধান উপদেষ্টার শোকবার্তা

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন।ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ১০৬ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:০৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কোর্ট রোড এলাকায় সদ্য নির্মিত এ মডেল মসজিদ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মডেল মসজিদের ইমাম, মুয়াজ্জিন, নির্মাণ ঠিকাদার ও মুসল্লীদের সাথে কথা বলেন। মুসল্লীরা মসজিদটির কিছু সমস্যা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। বিশেষ করে মসজিদের নামাজের স্থানের টাইলস, এসি ও সাউন্ড সিস্টেমের মান নিয়ে মুসল্লীরা প্রশ্ন তোলেন। এছাড়া সাহানের মধ্যবর্তী স্থানে পানি জমে থাকা ও বৃষ্টির পানি দরজার নিচ দিয়ে মসজিদে প্রবেশ করার বিষয়টিও তারা উপদেষ্টাকে অবহিত করেন।

পরে উপদেষ্টা মসজিদটির নামাজের স্থান, সাহান, লাইব্রেরি, মিটিং রুম, ওজু খনা, টয়লেট, বই বিক্রয় কেন্দ্র প্রভৃতি ঘুরে দেখেন। তিনি ঠিকাদারকে ত্রুটিপূর্ণ টাইলসগুলো দ্রুততম সময়ে প্রতিস্থাপনের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা বলেন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে মডেল মসজিদটি তৈরি করা হয়েছে। এর কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, ঠিকাদার সেগুলো ঠিক করে দেবেন।

তিনি আরো বলেন, এ মসজিদে মাল্টিপারপাস কাজ হবে। পুরুষ এবং মহিলাদের পাশাপশি প্রতিবন্ধীদের জন্যও এখানে নামাজের ব্যবস্থা রয়েছে। এ মডেল মসজিদের মাধ্যমে সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ব্রাহ্মণবাড়িয়ার কোণায়-কোণায় পৌঁছে যাবে বলে উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন।

ড. খালিদ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ১০টি মডেল মসজিদ নির্মাণে বড় ধরনের, কোনো গ্রস মিসটেকের খবর এখনও আসেনি। ছোট-খাটো ত্রুটি-বিচ্যুতি আছে। এগুলো ঠিকাদার এবং প্রকৌশলীকে ডেকে সংশোধনের ব্যবস্থা করা হচ্ছে।’

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সাদ মোহাম্মদ আন্দালিব ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *