শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

শিরোনাম
জুলাই যোদ্ধারা দেশের সূর্য সন্তান’- গণপূর্ত উপদেষ্টা মৎস্য উপদেষ্টার নদী পরিদর্শন; অবৈধ জাল ব্যবহার করায় ৫ জেলের কারাদণ্ড ১০০০০ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্ট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ বাংলাদেশ ‘শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে খেলবে’ কুমিল্লা সীমান্তে প্রায় ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বিজিবি তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন অবশ্যই জরুরি– উপদেষ্টা শারমীন এস মুরশিদ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন, ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সমর্থনের প্রতিশ্রুতি দেন মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশে “বিপ্লবী” পোর্টেবল এআই আল্ট্রাসাউন্ড ডিভাইস চালু করার পরিকল্পনা

প্রেস বিজ্ঞপ্তি

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৭১ পাঠক
প্রকাশকাল শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোড এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন ছিনতাইকারী ও ০২ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেপ্তার করেছে র‌্যাব-২

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‌্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২। রাজধানীর মোহাম্মদপুর বাবর রোড এলাকা হতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ০৪ জন সক্রিয় সদস্য ১। মোঃ আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২) ২। মোঃ হৃদয় (২০) ৩। মোঃ রাজিব (২২) ৪। মোঃ রনি (২৩)দেরকে দেশীয় অস্ত্রসহ ও একই এলাকা হতে ০২ জন মাদক ব্যবসায়ী ১। কাজী মহিদ আহমেদ টিটু (৩৫) ২। মোঃ মহির উদ্দিন (২২)দেরকে মাদকসহ গত ১২ আগষ্ট ২০২৫ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। উদ্ধার করা হয় মাদক ৪৬০ গ্রাম গাঁজা এবং ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি সামুরাই, ০১ টি ফোল্ডিং চাকু ও ০২ টি এন্টি কাটার।

৩। গত ১২ আগষ্ট ২০২৫ ইং তারিখ রাতে র‌্যাব-২ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারীরা ছিনতাই করার উদ্দেশ্যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বাবর রোড এলাকায় অবস্থান করছে। এরই ধারাবাহিকতায়, প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের নিমিত্তে র‌্যাব-২ এর আভিযানিক দল উক্ত স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আসামি ১। মোঃ আকাশ ওরফে পিচ্চি সোহেল (২২) ২। মোঃ হৃদয় (২০) ৩। মোঃ রাজিব (২২) ৪। মোঃ রনি (২৩)দেরকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে আসামিদের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত ০২ টি সামুরাই, ০১ টি ফোল্ডিং চাকু ও ০২ টি এন্টি কাটার উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মোহাম্মদপুর, আদাবর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি, ও চাঁদাবাজি করে আসছিল। তারা উক্ত স্থানে ছিনতাই করার উদ্দেশ্যে একত্রিত হয়েছিল মর্মে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামিরা আরো জানায় যে, তারা চাপাতি, সামুরাই, চাকু ও বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে ভয় ভীতি দেখিয়ে পথচারীদের নিকট থাকা নগদ টাকা-পয়সা, মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। এছাড়াও একই এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে ০২ জন মাদক ব্যবসায়ী ১। কাজী মহিদ আহমেদ টিটু (৩৫) ২। মোঃ মহির উদ্দিন (২২)দেরকে মাদক ৪৬০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘ দিন যাবৎ মাদকদ্রব্য বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

খান আসিফ তপু
সিনিঃ সহকারী পুলিশ সুপার
সিনিঃ সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক
মোবাঃ ০১৭৭৭৭১০২০৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *