শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

শিরোনাম
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীগণের ফ্ল্যাট বরাদ্দ বাতিল -মুহাম্মদ ফাওজুল কবির খান রাজধানীর শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ চার জন গ্রেফতার হানি ট্র্যাপ ও চাকরির প্রলোভনে প্রতারণার ঘটনায় সাত জন গ্রেফতার ডিএমপির তেজগাঁও বিভাগের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৫ জন গ্রেফতার বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে -বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন গৃহকাজে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে সুনির্দিষ্ট আইন প্রণয়নের প্রয়োজনীয়তা” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত নারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য অত্যন্ত জরুরি। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদিত হয়েছে। সাগর-রুনির সন্তান মেঘের হাতে পূর্বাচলের প্লটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা শিল্প উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে- স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা

মোঃ সিকান্দার আলী / ৯৪ পাঠক
প্রকাশকাল শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা আজ দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের যে সময় বলেছেন, সেই সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি যেই মাসে বলেছেন, ওই মাসেই নির্বাচন হবে। কে কী বলল, তা শোনার আমাদের দরকার নেই।

বাজার পরিস্থিতি নিয়ে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে শাকসবজির দাম কিছুটা বেড়েছে। তবে সংরক্ষণের কারণে আলুর মজুত বেড়েছে ও দাম তুলনামূলকভাবে কম রয়েছে। অনান্য শাকসবজির দামও সহনশীল পর্যায়ে রয়েছে। কারওয়ান বাজারের সঙ্গে অন্যান্য বাজারে আলুর দামে কেজিতে ৪–৫ টাকার পার্থক্য থাকায় কৃষক ও ভোক্তা উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। উপদেষ্টা বলেন, মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক ন্যায্যমূল্য পান না, আবার ভোক্তাকেও বেশি দামে কিনতে হয়। তাই মধ্যস্বত্বভোগীদের সংখ্যা ও তাদের লাভের পরিমাণ কমিয়ে আনতে হবে। তাছাড়া মধ্যস্বত্বভোগীরাই সমাজে বিত্তশালী।

পলিথিনের ব্যবহার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, পলিথিনের কোনো উপকারিতা নেই। পলিথিনের জন্য আমাদের মাটির ঊর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া অনেক সময় পানি আটকে যায় পলিথিনের জন্য। এটি সহজে নষ্টও হয় না। তিনি বলেন, সবাই যদি পলিথিন বন্ধ করে পাটের ব্যাগ ব্যবহার করে, তবে কৃষক লাভবান হবে, পরিবেশও সুরক্ষিত থাকবে। তিনি এসময় সবাইকে পাটের ব্যাগ ব্যবহারের অনুরোধ করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজধানীর মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজিটা একটু বেশি হয়। তিনি বলেন, এসব এলাকায় চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কোনো চাঁদাবাজের ঠাঁই বাংলাদেশে হবে না। সে যত বড় চাঁদাবাজই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না। উপদেষ্টা এসময় চাঁদাবাজি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *