শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে শুনলেও কি কারণে এমনটা বলা হয়েছে তা জানেন না পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর কথা শুনেছি, প্রেক্ষিত জানি না
রবিবার (১৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, আসল প্রেক্ষাপট কী জানি না। তবে নির্বাচনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সরকার যদি লিখিতভাবে কিছু জানাতো, তবে বিষয়টি আরও পরিষ্কার থাকত। একটি ছবির সঙ্গে নির্বাচনের সম্পর্ক থাকতে পারে না। নির্বাচন কমিশনকে বলা হয়েছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় তিনি জানান, আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হবে। ১০ বছরের জন্য প্রকল্প নেয়া হবে। নদী ভাঙন, বন্যা নিয়ন্ত্রণ এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রাখাই প্রকল্পের বড় লক্ষ্য