শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম
সাধারণ শিক্ষার সাথে দ্বীনি শিক্ষার সমন্বয় করা না হলে মানুষ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যেতে পারে। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন স্বার্থে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এখনই সর্বোচ্চ মনোযোগ দিতে হবে। – পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে ঢাকায় পৌঁছেছেন খুলনা বিভাগের উন্নয়নচ্যালেঞ্জে বিশিষ্টজনদের ৫ দফা সুপারিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর ২০২৫ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। স্কুল শিক্ষার্থীদের নিয়ে হাইজিন ক্যাম্পেইন শুরু করলো লায়ন কল্লোল দ্য ওয়েস্টিন ঢাকা আয়োজন করছে “টেস্ট অফ অ্যারাবিয়া” – আরব বিশ্বের আসল স্বাদ ও সমৃদ্ধ রন্ধন ঐতিহ্যের এক অনন্য উৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি চেয়ারপার্সনের সৌজন্য সাক্ষাৎ আলেমদেরকে রাষ্ট্রের দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে          -ধর্ম উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস আজ ২১ নভেম্বর ২০২৫

যুবসমাজকে জাতীয় দৃষ্টিভঙ্গির অগ্রসর উত্তরাধিকারী বানাতে হবে : আইসিআইএফ

Enbnews24 | ইএনবি নিউজ ডেস্ক- / ১৮০ পাঠক
প্রকাশকাল শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ অপরাহ্ন

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. আবদুর রব বলেছেন, বাংলাদেশের যুবশক্তি নৈতিক, জ্ঞানভিত্তিক ও ভূরাজনৈতিক বাস্তবতার এক কেন্দ্রবিন্দু। এই বাস্তবতাকে ফলবান করার জন্য প্রয়োজন এমন এক ডকট্রিন, যা একদিকে ভবিষ্যতের কাঠামো নির্মাণ করবে, অপরদিকে অতীতের দায় ও আত্মপরিচয়ের সংযোগে রূপান্তর ঘটাবে।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে ইসলামিক সিভিক ইন্টেলেকচুয়াল ফোরাম (আইসিআইএফ) আয়োজিত ‘বাংলাদেশের যুব সম্পদ ও কৌশলগত যুবনেতৃত্বের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন কবি ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজ। সেমিনারে পেপার উপস্থাপন করেন ব্যারিস্টার এসএম আবিদ রহমান।

সভাপতির বক্তব্যে মুসা আল হাফিজ বলেন, যুবক মানে কেবল বয়সের পরিচয় নয়। যুবক মানে শক্তি, স্বপ্ন, দায়িত্ব এবং ত্যাগ। রাষ্ট্র যদি সুযোগ দেয়, সমাজ যদি আস্থা রাখে, আর তরুণ যদি নিজের ভেতরে জাগিয়ে তোলে নৈতিকতা ও আত্মবিশ্বাস—তবে যুবকরা আগামী দিনের উন্নত ও মর্যাদাশীল বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে পারবে।

আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষাবিদ ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল (অব.) ড. আশরাফ আল দীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম অপু, বিশিষ্ট রাজনীতিবিদ ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জাান ফুয়াদ, যুবশক্তিবিষয়ক গবেষক ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, কবি পলিয়ার ওয়াহিদ, জব্বার আল নাঈম, অর্থনীতিবিদ শামস আরেফিন ও এটিজেড টেকনোলজির কর্ণধর ও বিসনেস কোচ আল মোমেন, ডাকসু এজিএস প্রার্থী সাঈফ মুহাম্মদ আলাউদ্দীনসহ অনেকে।

বৈঠকে বক্তারা বলেন, যুবশক্তির বিকাশের প্রথম শর্ত হলো সঠিক শিক্ষা। এমন শিক্ষা, যা শুধু পরীক্ষায় পাস করায় না, জীবনের সমস্যার সমাধান করতে শেখায়। আমাদের প্রয়োজন জ্ঞান আর দক্ষতার এমন মেলবন্ধন, যা একজন তরুণকে কর্মঠ, সৃজনশীল আর দায়িত্ববান মানুষে পরিণত করবে।

দ্বিতীয়ত, প্রয়োজন নৈতিকতার বিকাশ। শিক্ষা যদি মাথা গড়ে, নৈতিকতা গড়ে হৃদয়। মাদক, সন্ত্রাস, ভোগবাদ—এই অন্ধকার থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। কারণ নৈতিকতা ছাড়া জ্ঞানও অন্ধ, আর শক্তিও ধ্বংসাত্মক।

তৃতীয়ত, আমাদের দরকার উদ্যোক্তা মানসিকতা। আমরা কেন শুধু চাকরির পেছনে ছুটব? আমাদের তরুণেরা যদি উদ্যোক্তা হয়, তবে তারা শুধু নিজের জন্য নয়, শত শত মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে। কৃষি, প্রযুক্তি, শিল্প, গবেষণা—সবখানেই তরুণরা নেতৃত্ব দিতে পারে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইফতেখার রাগিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *