মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
কপ-৩০ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের তরুণদের ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান/স্থাপনা/প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হাজারীবাগ থানার মানবপাচার মামলায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ও ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। -ডিএমপি কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে – খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

শহিদি মার্চ সিলেটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে

মোঃ সিকান্দার আলী / ২৪৬ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন

সিলেটে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহিদি মার্চ পালিত হয় আজ ৬ সেপ্টেম্বর । এ উপলক্ষ্যে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে সমবেত হওয়ার পর শিক্ষার্থীরা রাজপথে মিছিল বের করে। রাজপথ প্রদক্ষিণ শেষে তারা শহিদ মিনারে সমবেত হন। শহিদি মার্চে মাথায় পতাকা বেঁধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে যোগ দেন সর্বস্তরের মানুষ। এ সময় তাদের মুখে স্লোগান আর হাতে লাল-সবুজের পতাকা ছিল।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকা থেকে শহিদি মার্চের পদযাত্রা শুরু হয়। এ সময় ছাত্র-জনতা ‘সফল হোক সফল হোক শহিদি মার্চ সফল হোক, শহিদদের কারণে ভয় করি না মরণে, আবু সাঈদের রক্ত বৃথা যেতে দেব না, শহীদের রক্ত বৃথা যেতে দেব না, আজকের এই দিনে আবু সাঈদের মনে পড়ে, আজকের এই দিনে শহিদদের মনে পড়ে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শহিদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে শিক্ষার্থীরা বলেন, আন্দোলনে দেশের হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত হয়েছেন। পঙ্গুত্ব বরণ করেছেন। প্রাণ দিয়ে এদেশের মানুষকে স্বাধীন দেশ উপহার দিয়ে গেছেন। জুলাইয়ের গণহত্যাকারীদের অবশ্যই বিচার হবে। শেখ হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না। ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *