রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তে দ্রুত সময়ের মধ্যে গণভবনকে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানান তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
তিনি বলেন, সেখানে বিগত ১৬ বছরের গুম, খুন, নির্যাতনের সামগ্রিক তুলে ধরা হবে চিত্র ।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে গণভবন পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, অনেক রক্তের বিনিময়ে আমরা ৫ আগস্ট নতুন বাংলাদেশ পেয়েছি। জনগণের বিজয়কে ধারণ করে রাখার উদ্দেশ্যেই গণভবনের বর্তমান ভগ্নাবশেষ অক্ষত রেখে জাদুঘরে রূপান্তর করা হবে, সেটি জনগণের জন্য রাখা হবে উন্মুক্ত।