মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
কপ-৩০ সম্মেলন উপলক্ষে বাংলাদেশের তরুণদের ২৬ দফা দাবি-সংবলিত জলবায়ু সনদ প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্যদের নামে নামকরণকৃত প্রতিষ্ঠান/স্থাপনা/প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত তালিকা হালনাগাদকরণ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি সাংবাদিকদের কল্যাণে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হাজারীবাগ থানার মানবপাচার মামলায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ও ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পুলিশ, সোয়াত টিম, ডগ স্কয়াড ও দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে। -ডিএমপি কমিশনার দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি রয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের নিরাপদ খাদ্য সম্পর্কিত গবেষণালব্ধ ফলাফল নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এবং জনহিতকর কাজে প্রয়োগ করা হবে – খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র সঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ

হাজারীবাগ থানার মানবপাচার মামলায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের মূলহোতা ও ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ০ পাঠক
প্রকাশকাল মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

“বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা আমিনুল ইসলাম (৪৬) ও ০৪ জন সহযোগী ১। আব্দুল হাকিম(৫৬), ২। মোঃ নূর ইসলাম(৩১) ৩। আসাদুজ্জামান (৩৫), ৪। মোঃ শাহরিয়ার শেখ মুরাদ(৪২) সহ মোট ০৫ জনকে ডিএমপির উত্তরা পশ্চিম থানাধীন ১১ নং সেক্টর থেকে গ্রেপ্তার করেছে -র‍্যাব২।

ভিসা এবং পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ বিশেষ করে বেকার যুবকদের টার্গেট করে বিগত কয়েক বছরে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আবদুল্লাহ-আমিনুল এর মানবপাচার চক্রটি। দীর্ঘদিন ধরে তারা তাদের এসকল কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। ইউরোপে পাঠানোর কথা বলে জন প্রতি ২০/২৫ লক্ষ টাকা নেয় মানবপাচার চক্রটি। বাংলাদেশ হতে আমিনুল এবং লিবিয়া হতে আবদুল্লাহ মানব পাচারের এই কার্যক্রম তত্ত্বাবধান করে থাকে। পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে প্রথমে ভূয়া ভিসা তৈরী করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠায় চক্রটি। ইউরোপে নিয়ে যাওয়ার রুট হিসেবে চক্রটি দীর্ঘদিন প্রথমে মিসর এবং পরবর্তীতে, মিসর হতে লিবিয়া হয়ে ইউরোপের বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ ও অবৈধ নৌ রুট ব্যবহার করে আসছে।

৪। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, আসামি আমিনুল ইসলাম(৪৬) একজন মানবপাচারকারী। অত্র মামলার বাদীর ভাই ভিকটিম জাহিদ হোসেন(৪২) কে প্রধান আসামি ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ২০ লক্ষ টাকা দাবি করে। ভিকটিম তার কথামত বিভিন্ন সময় টাকা প্রদান করে। পরবর্তীতে ১৩/০৭/২৫ খ্রি. প্রধান আসামি আমিনুলের নির্দেশে ভিকটিমকে মদিনা হয়ে মিশরে নিয়ে যায়। তারপর অজ্ঞাত আসামিরা তাকে মিশরে জিম্মি করে মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় বাদী ডিএমপির হাজারীবাগ থানার মামলা নং ৯, -তারিখ-০৭/০৯/২৫ ইং, ধারা- ৬/৭/৮/১০ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ তৎসহ ৪০৬/৪২০ পেনাল কোড ধারায় মামলা দায়ের করেন।

৫। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) বিষয়টি নজরদারি করে আসছিল এবং মানবপাচার মামলা দায়েরের পর এনএসআই এর দেয়া তথ্যের ভিত্তিতে গত ০৭/০৯/২৫ খ্রি. দিবাগত রাতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-২ ও হাজারীবাগ থানা পুলিশের যৌথ আভিযানিক দল আমিনুল ও তাদের ০৪ জন সহযোগীসহ মোট ০৫ জন কে উত্তরার ১১ নং সেক্টরে অবস্থিত প্রধান আসামী আমিনুলের বাসা হতে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত হতে ৯টি পাসপোর্ট, ১০ টি স্মার্ট ফোন, ০১টি বাটন ফোন ও মানবপাচারের মাধ্যমে অর্জিত নগদ ১,৫৬,২৬,০০০ ( এক কোটি ছাপ্পান্ন লাখ ছাব্বিশ হাজার)টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে তার সহযোগী মানবপাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *