রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে এ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা।
বর্তমান পদের পূর্বে তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিযুক্ত ছিলেন। তিনি ঢাকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর পরিচালক (প্রশিক্ষণ ও পরামর্শ) ছিলেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে “কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির দক্ষতা (এসইআইপি)” শীর্ষক এডিবি-অর্থায়নকৃত একটি প্রোগ্রামের ডিইপিডি হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ প্রশাসক।
আজ ( ১৪ সেপ্টেম্বর ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে
ড. মো. সানোয়ার জাহান ভুঁইয়াকে
সচিব পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।