বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ ছিলো জুলুম ও বঞ্চনার বিরূদ্ধে সশস্ত্র প্রতিবাদ            -ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মহান বিজয় দিবস উদ্‌যাপিত বিভিন্ন অপরাধে জড়িত ৩১ জনকে গ্রেফতার করেছে পল্লবী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ বিজয় দিবসের প্রাক্কালে এনসিটিবি’র মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রমের শুভ উদ্বোধন একাত্তরের মুক্তিযুদ্ধর সঙ্গে চব্বিশের গণআন্দোলন এর কোনো তুলনা চলে না —–মির্জা আব্বাস ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রের শক্ত ভিত্তি তৈরি করবে। – উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে যারা একাত্তরে স্বাধীনতার বিরোধী ছিল, —–মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশজুড়ে দূষণবিরোধী অভিযান: জরিমানা, অবৈধ ইটভাটা বন্ধ, ১৫ লাখ কাচা ইট ধ্বংস ও সংযোগ বিচ্ছিন্ন বিজয় দিবসে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালাল বিরোধী অভিযান পরিচালনা করে দালাল চক্রের ০৪ জন‘কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র‍্যব-২ এর ভ্রাম্যমান আদালত

আলী আহসান রবি - স্টাফ রিপোর্টার / ৯১ পাঠক
প্রকাশকাল বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশ আমার অহংকার” এই ¯ স্লোগান নিয়ে র‍্যপিডএ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যব-ব-২) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর অসাধু প্রতারক চক্র।

অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সংলগ্ন এলাকায় দালাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দালাল চক্রের ০৪ জন’কে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে র‍্যব এর ভ্রাম্যমান আদালত।

সম্প্রতি সংঘবদ্ধ একটি দালাল চক্র আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এবং পার্শ্ববর্তী ব্যাংকে টাকা জমা দেয়া প্রার্থীদের পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৫ থেকে ৬ হাজার টাকায় ভেরিফিকেশন ছাড়া অতি দ্রুত পাসপোর্ট তৈরির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার জন্য প্রলুব্ধ করে। পাসপোর্ট প্রার্থীগণ তাদের প্রতারণায় রাজি না হওয়া পর্যন্ত নানাভাবে বিরক্ত করতে থাকে। অল্প সময়ে পাসপোর্ট করে দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এসব ব্যাপারে কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও চক্রটি গণউপদ্রব চালাতে থাকে। উক্ত বিজ্ঞপ্তিটি নোটিশ বোর্ড ছাড়াও মাইকিং করে উপদ্রব সৃষ্টিকারীদের সতর্ক করা হয়। উপরোক্ত এসব সতর্কীকরণ পদক্ষেপ গ্রহণের পরেও দালাল চক্রের উপদ্রুবে সাধারণ মানুষের হয়রানি বন্ধ না হওয়ায় র‍্যব -২ নিয়মিত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ১২.০০ ঘটিকা পর্যন্ত র‌্যাব-২ এর একটি আভিযানিক দল র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ এর পরিচালনায় রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাসপোর্ট দালাল চক্রের ০৪ জন সদস্যকে গ্রেপ্তার করে। আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। ভবিষ্যতেও র‍্যব -২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *